লজ্জাজনক হার বললেও নিতান্তই কম বলা হবে। অস্ট্রেলিয়ান ফুটবল লিগ এএফএল প্রীতি ম্যাচ যাকে বলা হচ্ছে কিনা 'দোস্তি কাপ' তাতে পাকিস্তানের কাছে অভাবনীয় হার ভারতের। ভারতকে ১০১-৭ গোলের বন্যায় ভাসালো পাকিস্তান।
৯০ মিনিটে মোট ১০৮টি গোল হলো। না, সংখ্যা লেখাতে কোনো ভুল হয়নি। আপনার পড়াতেও নয়। প্রথম এএফএল-এ ভারতের সম্মুখীন হয়ে এমনই ঘটনা ঘটাল পাকিস্তান। গত শনিবার দু'দেশের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হয়। ভারতীয় দলের ১৫ জন খেলোয়াড় ভারত থেকে গেলেও পাকিস্তানের দলের সব খেলোয়াড়ই মেলবোর্নের।
এই প্রীতি ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল দেশের রাষ্ট্রদূত এবং উভয় দেশের নেতা ও ধর্মগুরুদের। এই প্রথমবার পাকিস্তান দল এই এএফএল-এ যোগ দিলেও ভারত আগেও টুর্নামেন্টে খেলেছে।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, প্রথমবার সমস্ত বাধা পেরিয়ে এই প্রীতি ম্যাচে ভারত-পাকিস্তানের ফুটবল ম্যাচ নিয়ে যথেষ্ট উন্মাদনা ছিল। প্রীতি ম্যাচ হলেও দুপক্ষই জেতার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল।