বিশ্বকাপের মাঠে নেইমারকে কাঁদতে দেখে কেবল ব্রাজিলিয়ানরাই হতাশ হয়নি, বার্সা ভক্তরাও দুশ্চিন্তায় পড়েছিল। সময় মতো সেরে উঠবেন তো নেইমার! ব্রাজিলিয়ান তরুণ তুর্কি ঠিকই সেরে উঠেছেন। মাঠে নেমেছিলেন গত সোমবার। ন্যু-ক্যাম্পে মেঙ্কিান ক্লাব লিওনের বিপক্ষে খেলতে নেমে দুটি গোলও করেছেন। কেবল নেইমারই নন, মেসিও একটি গোল করেছেন। ম্যাচের তৃতীয় মিনিটে তার গোলেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। মেসি-নেইমারদের অসাধারণ ফুটবলে বার্সেলোনা ৬-০ গোলে হারিয়েছে লিওনকে। দুটি গোল করেছেন মুনির আল হাদ্দাদি। স্যান্ড্রো রামিরেজ এক গোল।
অভিষেক হয়েছে সুয়ারেজের। ম্যাচের ৭৭ মিনিটে লুইস সুয়ারেজ মাঠে নামেন রাফিনহার বদলি হিসেবে। মাত্র ১৩ মিনিট খেলেছেন বার্সেলোনার জার্সিতে। তবে এরই মধ্যে ভক্তদের মন জয় করেছেন তিনি। বার্সেলোনার জার্সিতে অভিষিক্ত সুয়ারেজ বলেছেন, 'এই দিনটা আমি কোনো দিন ভুলতে পারব না।' ২৭ বছরের এই উরুগুইয়ান তারকা ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তাকে বরণ করে নেওয়ার জন্য। বার্সেলোনার জার্সিতে লুইস সুয়ারেজ এখনো তেমনভাবে মানিয়ে নিতে পারেননি। তবে ইংলিশ লিগে অভ্যস্ত সুয়ারেজকে সময় দিতে প্রস্তুত বার্সেলোনা। লা লিগা শুরুর আগে গত সোমবার ছিল বার্সেলোনর শেষ প্রীতি ম্যাচ। প্রস্তুতিটা ভালোভাবেই সম্পন্ন করল বার্সেলোনা। ২৪ আগস্ট বার্সেলোনা লা লিগায় প্রথম ম্যাচ খেলতে নামবে এল্চের বিপক্ষে। ন্যু-ক্যাম্পেই খেলতে নামবে দুই দল। মেসি-নেইমার দারুণভাবেই নতুন মৌসুম শুরু করেছেন। লা লিগায়ও কি তাদের এই ফর্ম ধরে রাখতে পারবেন! লুইস এনরিকের জন্য অবশ্য মধুর সমস্যাই দেখা দিল। প্রথম একাদশ বাছতে তাকে হিমশিমই খেতে হবে। কাকে রেখে কাকে বাদ দেবেন তিনি!