ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম ম্যাচের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাঁ হাতি ব্যাটসম্যান ইমরুল কায়েশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ গ্রেনাডা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে নামলেই ৫০ নম্বর ওয়ানডে খেলা ক্রিকেটারের তালিকায় নাম লেখাবেন ইমরুল। অবশ্য পেসার রুবেল হোসেনও ৫০তম ওয়ানডের দ্বারপ্রান্তে। আজ খেললে তিনিও নাম লেখাবেন ইমরুলের সঙ্গে।