টেস্টে ইংল্যান্ডের কাছে ১-৩ লজ্জাজনক হারের পর অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেট দল হোয়াইটওয়াশ হবে বলে ভবিষ্যতদ্বাণী করেছেন দেশটির সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা।
ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত পাঁচ টেস্টের সিরিজে ১-৩ তে হারে ভারত। লর্ডসে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়ার পরেও শেষ তিনটি টেস্ট হারে তারা। এর মধ্যে শেষ দু’টি টেস্টে ইনিংসে হারে ভারত।
চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। মাইকেল ক্লার্কদের বিরুদ্ধে ৪ টেস্টের সিরিজ খেলবেন ধোনিরা।
ভারতের এ সফর সম্পর্কে ম্যাকগ্রা বলেন, ‘ইংল্যান্ড সফরের মতো খেললে অস্ট্রেলিয়াও ভারতকে ৪-০ তে হারাবে।’ ব্রিসবেনে ৪ ডিসেম্বর প্রথম টেস্ট খেলবেন ধোনিরা।
গত বছর হোম টেস্টে ক্লার্কদের ৪-০ হারায় ভারত। এবার ক্লার্করা তার প্রতিশোধ নিতে তৈরি। যদিও এই সিরিজকে প্রতিশোধের সিরিজ বলতে নারাজ ম্যাকগ্রা। সাবেক অজি এ পেসারের মতে, ‘আমার মনে হয় না অস্ট্রেলিয়া এটা প্রতিশোধের সিরিজ হিসেবে দেখবে। কারণ এই অস্ট্রেলিয়া দল অনেক ভালো। মিচেল জনসন দলের বোলিংকে নেতৃত্ব দিচ্ছে, ব্যাটিংয়ে ক্লার্ক দলকে পথ দেখাচ্ছে ।’