ইংল্যান্ড সফরে রবি শাস্ত্রীকে গতকাল ভারতীয় ক্রিকেট দলের পরিচালক হিসেবে বসিয়ে কোচ ডানকান ফ্লেচারকে ছেঁটে ফেলার সংকেত দিয়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। একই সঙ্গে বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজের আগে ফ্লেচার সরে দাঁড়াতে চাইলে তারা বাধা দেবেন না।
ইংল্যান্ডে টেস্ট সিরিজে লজ্জাজনক হারের পরই ধোনিদের ময়নাতদন্ত করতে শাস্ত্রীকে পরিচালক করে ফ্লেচারের মাথায় উপর বসিয়ে দেয় বিসিসিআই। ফ্লেচারকে এখনই না সরালেও তার সহযোগীদের সরিয়ে স্বদেশির উপর দায়িত্ব তুলে দেওয়া হয়। কিন্তু বোর্ডের এক প্রধান জানান, ‘ফ্লেচারের হাতে আর ক্ষমতা নেই। রবিই সিদ্ধান্ত নেবে, ডানকানও এটা ভালো করে জানেন। তিনি চাইলে ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই নিজে থেকে সরে দাঁড়াতে পারেন। বোর্ড তাতে বাধা দেবে না।’
৮ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরু ধোনিদের। ইংল্যান্ডে ওয়ান ডে সিরিজে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আলোচনা করে দলের কৌশল ঠিক করবেন শাস্ত্রী। প্রয়োজনে সঞ্জয় বাঙ্গার এবং ভরত অরুণের পরামর্শ নিতে পারেন তিনি। ফ্লেচারের সঙ্গে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলে তার আগেই তাকে বরখাস্তের চিঠি ধরানোর সিদ্ধান্ত এক প্রকার নিয়ে ফেলেছেন বোর্ডকর্তারা