ভারত সফরের আগেই ওয়েস্ট ইন্ডিজের কোচের পদ থেকে সরানো হল ওটিস গিবসনকে। টি-২০ বিশ্বকাপজয়ী কোচকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো টিম ম্যানেজার রিচার্ড রিচার্টসনকে। ২০১২ শ্রীলঙ্কায় গিবসনের কোচিংয়ে টি-২০ বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, ‘বোর্ড ও গিবসনের মধ্যে সমঝোতা হয়েছে। জাতীয় দলের কোচের পদ ছাড়ছেন গিবসন। ওয়েস্ট ইন্ডিজকে টি-২০ বিশ্বকাপ দেওয়ার জন্য গিবসনকে ধন্যবাদ জানানো হয়েছে।’
সাবেক টেস্ট পেসার গিবসনকে ২০১২ জাতীয় দলের কোচের দায়িত্ব দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। টি-২০ বিশ্বকাপ জিতলেও টেস্টে গিবসনের কোচিংয়ে দলের পারফরম্যান্সে খুশি নয় বোর্ড। এই মুহূর্তে আইসিসি টেস্টে আট নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হেরেছে তারা। অক্টোবরের ভারত সফরের আগে বাংলাদেশ সফর করবে ওয়েস্ট ইন্ডিজ।