এবছরের অর্জুন পুরস্কারের তালিকায় তাঁর নাম না রাখায় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করতে চলেছেন বক্সার মনোজ কুমার৷ পুরো বিষয়টি তাঁর কাছে যথেষ্ট অপমানজনক বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন মনোজ৷
সংবাদসংস্থা এনআইএস-কে দেওয়া সাক্ষাৎকারে মনোজ বলেন, ‘আমার বড় ভাই যখন কেন্দ্রীয় ক্রীড়া সচিব সঙ্গে দেখা করেন, তখন তিনি বলেছিলেন, অর্জুন পুরস্কারের তালিকা বাছাইয়ের ক্ষেত্রে কোনওপ্রকার ভুল হয়েছিল৷ আমি নাকি কোনওভাবে ডোপিং-এর সঙ্গে যুক্ত, এমনটাই ভুল বোঝাবুঝি হয়েছিল৷ তাই পরে আরও একটা রিভিউ মিটিংয়ের পর আমার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তেমনটা করা হয়নি৷’
অর্জুন নির্বাচন কমিটি মঙ্গলবারই চূড়ান্ত করে যে ১৫ জনের অ্যাথলিটের নামের তালিকায় কোনও পরিবর্তন করা হবে না৷ এমন ঘোষণার পর স্বভাবতই প্রচণ্ড ক্ষুব্ধ মনোজ৷ তিনি আরও বলেন, ‘সাই ডিরেক্টর জেনারেল জিজি থমসন গত ১৪ অগস্ট আমাকে নিজে জানিয়েছিলেন যে আমার ক্ষেত্রে অন্যায় হয়েছে এবং বিষয়টির পুনর্বিবেচনা করা হবে৷ আমার নাম অর্জুনের তালিকায় রাখা হবে বলে তিনি কথাও দিয়েছিলেন৷ কিন্তু বাস্তবে সেটা শুধু আশ্বাসই থেকে গেছে৷