আনামুল হক বিজয়ের শতকে ২১৭ রানের ফাইটিং স্কোরের পরও পোলার্ড-রামদিন জুটির কাছেই হেরে গেল টাইগাররা।
গ্রানাডায় গতকাল প্রথম ওয়ানডেতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ডোয়াইন ব্রাভো। কিন্তু ব্যাটিংয়ে নেমে আনামুল হক বিজয় ছাড়া ব্যাটম্যানদের আর কেউ তেমন কোন রান করতে পারেনি।
বিজয় ১৩৮ বল মোকাবেলায় ১০৯ রান করে আউট হন।ফলে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের রান দাঁড়ায় ২১৭।
প্রথম দিকে ২১৭ রানকে স্বল্প মনে হলেও ক্যারিবীয়দের টপ অর্ডারকে গুড়িয়ে দিয়ে জয়ের সুবাসও পাচ্ছিল টাইগাররা। তবে শেষ পর্যন্ত ৩ উইকেটের হার মেনে নিতে হয়েছে টাইগারদের।
দলীয় ৯ রানের মাথায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজে ভয়ংকর ওপেনার ক্রিস গেইলকে ব্যক্তিগত তিন রানে সাজঘরে ফেরত পাঠান মাশরাফি।
এরপর ড্যারেন ব্রাভোকে ফেরান আল আমিন হোসেন। আর তিন নম্বর উইকেটটি নেন রিয়াদ। এডওয়ার্ডসকে সাজঘরে পাঠান রিয়াদ। পরের ব্যাটসম্যান ডোয়াইন ব্রাভোকেও ফেরান আল আমিন।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো ক্যারিবীয়রা মাত্র ৩৪ রানেই সাজঘরে ফেরে তাদের টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান। ম্যাচ যখন অনেকটা বাংলাদেশের দিকে ঝুঁকে পড়েছে, ঠিক তখনই ব্যাট হাতে টাইগারদের জয়ে বাধা হয়ে দাঁড়ান পোলার্ড-রামদিন।
দলের হাল ধরতে মাঠে নামেন কিরন পোলার্ড। দিনেশ রামদিনকে নিয়ে দলের হাল ধরেন পোলার্ড। এ জুটি অবিচ্ছিন্ন হওয়ার আগে করে দেশের হয়ে রেকর্ড ১৪৫ রান। ব্যক্তিগত ৭৪ রান করে সোহাগ গাজীর বলে বোল্ড হয়ে ফেরেন রামদিন।
আরেক প্রান্তে ব্যাট চালিয়ে গেছেন পোলার্ড। ৭০ বলে ৮৯ রান করে মাহামুদুল্লাহ রিয়াদের একটি অসাধারণ ক্যাচে সাজঘরের পথ ধরেন পোলার্ড। আল আমিনের চতুর্থ শিকার ডানহাতি এ ব্যাটসম্যান। তবে, আউট হওয়ার আগে তিনি পাঁচটি চার আর ছয়টি ছক্কা হাঁকান।