ক্রিশ্চিয়ানো রোনালদো ও সার্জিও রামোস স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কাছে এক বিশেষ অনুরোধ করেছে। আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়াকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে যেন বিক্রি করা না হয়।
তাদের যুক্তিতে মাঠের খেলায় সাফল্য পেতে হলে ডি মারিয়াকে ভীষণরকম প্রয়োজন রযেছে রিয়ালের। ডি মারিয়া চলে গেলে রিয়ালের জন্য তা শুভ হবে না। ডি মারিয়াকে তাই হাতছাড়া করা উচিত হবে না।
চলতি মৌসুমে অবশ্য ডি মারিয়াকে দলে ধরে রাখার ব্যাপারে তেমন একটা ইচ্ছুক নন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পিরেজ। আর দলে নিয়মিত সুযোগ পাওয়ার বিষয়টি অনিশ্চিত হওয়ায় মারিয়াও রিয়াল ছাড়তে চাইছেন।
এই সংবাদ জানার পর অনেক নামী দামী ক্লাবই ডি মারিয়াকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। শেষ অবধি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডই মারিয়াকে দলে নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে।