তিনটি টেষ্ট ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী অক্টোবরে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।এমনটি জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে।
তিন টেষ্টের দুটি যথাক্রমে ২৬ অক্টোবর ও ৩ নভেম্বর চট্রগ্রামে অনুষ্ঠিত হবে। আর তৃতীয় টেষ্ট মিরপুরে শুরু হবে ১১ নভেম্বর।
এরপর প্রথম তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরে যথাক্রমে ১৯, ২১ ও ২৩ নভেম্বর। আর শেষ দুটি ওয়ানডে চট্রগ্রামে ২৬ ও ২৮ নভেম্বরে অনুষ্ঠিত হবে।