বিদেশ সফর চলাকলীন ভারতীয় ক্রিকেটাররা সঙ্গে করে তাঁদের স্ত্রী-বান্ধবীদের নিতে পারবেন না এমনটা শোনা গেলেও খবরটা একেবারেই সত্যি নয় বলে বিসিসিআই'র পক্ষ থেকে আজ বৃহস্পতিবার জানানো হয়েছে।
ক্রিকেটারদের পারফরম্যান্সে যাতে কোনও প্রভাব না পড়ে, তার জন্যই নাকি ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীদের কোন সফরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা চালু করতে চলেছে বোর্ড। এমন খবর মিডিয়ায় প্রকাশিত হতেই বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এমন কিছু করার এখনই তাদের কোন পরিকল্পনা নেই।
উল্লেখ্য, ইংল্যান্ডে টেস্ট সিরিজ চলাকালীন বিরাট কোহলি তাঁর বান্ধবী অভিনেত্রী অনুষ্কা শর্মাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য বোর্ডের থেকে বিশেষ অনুমতি চেয়ে নিলেও গোটা সিরিজটাই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন কোহলি। সেঞ্চুরি তো দূরের কথা। পাঁচটা টেস্টে একটা হাফ-সেঞ্চুরি পর্যন্ত নেই তার।