অভিষেকেই জানান দিয়েছিলেন। হারিয়ে যেতে আসেননি। বরং দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দেওয়াই তার লক্ষ্য। এনামুল হক বিজয়। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজে প্রথমবার খেলতে নেমেই বাজিমাত করেন। দল হারলেও খেলেন ১০৯ রানের নান্দনিক এক ইনিংস। ক্যারিবিয় বোলিং অ্যাটাক রবি রামপাল, কেমার রোচ, ডুইন ব্রাভো, সুনীল নারাইনদের বিপক্ষে তিন অংকের ম্যাজিক্যাল ইনিংস খেলে জাত চেনানোর পাশাপাশি প্রশংসিতও হন তিনি। ২০ ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত সেঞ্চুরি করেছেন তিনটি। তাতে এগিয়ে রেখেছেন গ্রেনাডার সেন্ট জর্জেস ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সেঞ্চুরিটিকেই।
২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনায় অভিষেক। ৪১ রান করেছিলেন ওই ম্যাচে। পরের ম্যাচে খেলেন ১২০ রানের ম্যাচজয়ী ইনিংস। ওই ইনিংসটি এখন পর্যন্ত ক্যারিবিয়দের বিপক্ষে টাইগারদের ব্যক্তিগত সর্বোচ্চ। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সেঞ্চুরিই দুটির মালিক এনামুল বিজয়। পরশু গ্রেনাডার ধীরগতির উইকেটে প্রতিপক্ষের পেস ও স্পিনকে সামাল দিয়ে ১৩৮ বলে ১১ চার ও ১ ছক্কায় তুলে নেন সেঞ্চুরি। দেশের বাইরে এটা তার প্রথম সেঞ্চুরি। দেশের বাইরে সেঞ্চুরি একজন ব্যাটসম্যানের মানের পরিচায়ক বলেন উচ্ছ্বসিত বিজয়, ‘একজন ব্যাটসম্যানের মেধা যাচাই হয় দেশের বাইরের সেঞ্চুরি দিয়ে। সেঞ্চুরি করতে পেরে এখন ভালো লাগছে।’
ক্যারিয়ারে সেঞ্চুরি তিনটি। দুটির প্রতিপক্ষই ওয়েস্ট ইন্ডিজ। বাকিটি গত মার্চে করেন পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে। তিন সেঞ্চুরির মধ্যে পরশুর সেঞ্চুরিটিকেই এগিয়ে রাখেন বিজয়, ‘আমার সবগুলো সেঞ্চুরির মধ্যে এটিকেই এগিয়ে রাখব। আমাকে সেঞ্চুরি করতে হয়েছে কেমার রোচ, ডুইন ব্রাভো, রবি রামপাল ও সুনিল নারাইনদের মতো বোলারদের বিপক্ষে। এমন একটি বোলিং লাইন আপের বিপক্ষে সেঞ্চুরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে।’ সেঞ্চুরিটিকে এগিয়ে রাখলেও দলের হার এড়াতে পারেনি। তাতে কষ্ট রয়েই গেছে এনামুল বিজয়ের, ‘দল জিতলে ভালো লাগত। আমরা জয়ের জন্যই খেলেছি। জয়ের সামর্থ্য আমাদের রয়েছে। আশা করি পরের ম্যাচে ভালো করব।’
কাল ওপেন করতে নেমে ১০৯ রানের ইনিংস খেলেন। এই সেঞ্চুরি কষ্টের প্রাপ্তি বলেন ডানহাতি ওপেনার, ‘আমি এখানে আসার আগে কঠোর পরিশ্রম করেছি। পরিশ্রমের ফলও পেলাম। এখানে আসার আগে বাউন্সি উইকেটে খেলার অনুশীলন করেছি। সেঞ্চুরি করতে পেরে ভালো লাগছে। এখানে আসার আগে আমি ফুটওয়ার্ক নিয়ে কাজ করেছি। কেননা আমি জানতাম বিশ্বমানের বোলিংয়ের বিপক্ষে আমাকে খেলতে হবে।’ আজ দ্বিতীয় ওয়ানডে। ইনফর্ম এনামুল বিজয়ের দিকে তাকিয়ে দল। তাকিয়ে থাকতে পারেই। শেষ ৬ ম্যাচে দুই সেঞ্চুরিই তাকাতে বাধ্য করছে দলকে।
শিরোনাম
- বরিশালে ইন্টার্ন চিকিৎসকের ২৪ ঘন্টার আল্টিমেটাম, শিক্ষার্থীদের ক্লাস বর্জন
- প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- যশোরে ভাবিকে ধর্ষণের চেষ্টা, দেবর গ্রেফতার
- মিয়ানমারে ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচনের ঘোষণা জান্তার
- হরিণের সঙ্গে ধাক্কা, প্রাক্তন বিশ্ব সুন্দরী সেনিয়া অ্যালেক্সান্ড্রোভার মর্মান্তিক মৃত্যু
- যুদ্ধ বন্ধে ইউক্রেনকে যেসব বিষয়ে ছাড় দিতে হবে, জানালেন ট্রাম্প
- দোতরা হারালেও থেমে নেই আমজাদ বয়াতির গান
- ‘সুপারম্যান’-এর খলনায়ক টেরেন্স স্ট্যাম্প আর নেই
- কারাগারে কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল
- রোকেয়া স্মৃতিকেন্দ্রে মনোহর সেঞ্চুরি প্ল্যান্ট, দর্শনার্থীদের আকর্ষণ
- বরিশাল মেডিকেলে মারধর: হামলাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শুনানি শুরু ২৪ আগস্ট
- ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
- পিএসসির সামনে নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের অবস্থান কর্মসূচি
- চাঁদপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
- ঘুমধুম সীমান্তে আরাকান আর্মি সন্দেহে আটক ২, স্বীকারোক্তি একজনের
- পঞ্চগড়ে মৎস্য সপ্তাহ উদ্বোধন, সচেতনতার আহ্বান
- গোপালগঞ্জে মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত
- মোংলায় মৎস্য সপ্তাহের উদ্বোধন
- কুষ্টিয়ায় নিখোঁজের পরদিন ভ্যানচালকের মরদেহ উদ্ধার
এ সেঞ্চুরিই এনামুলের সেরা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর