অভিষেকেই জানান দিয়েছিলেন। হারিয়ে যেতে আসেননি। বরং দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দেওয়াই তার লক্ষ্য। এনামুল হক বিজয়। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজে প্রথমবার খেলতে নেমেই বাজিমাত করেন। দল হারলেও খেলেন ১০৯ রানের নান্দনিক এক ইনিংস। ক্যারিবিয় বোলিং অ্যাটাক রবি রামপাল, কেমার রোচ, ডুইন ব্রাভো, সুনীল নারাইনদের বিপক্ষে তিন অংকের ম্যাজিক্যাল ইনিংস খেলে জাত চেনানোর পাশাপাশি প্রশংসিতও হন তিনি। ২০ ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত সেঞ্চুরি করেছেন তিনটি। তাতে এগিয়ে রেখেছেন গ্রেনাডার সেন্ট জর্জেস ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সেঞ্চুরিটিকেই।
২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনায় অভিষেক। ৪১ রান করেছিলেন ওই ম্যাচে। পরের ম্যাচে খেলেন ১২০ রানের ম্যাচজয়ী ইনিংস। ওই ইনিংসটি এখন পর্যন্ত ক্যারিবিয়দের বিপক্ষে টাইগারদের ব্যক্তিগত সর্বোচ্চ। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সেঞ্চুরিই দুটির মালিক এনামুল বিজয়। পরশু গ্রেনাডার ধীরগতির উইকেটে প্রতিপক্ষের পেস ও স্পিনকে সামাল দিয়ে ১৩৮ বলে ১১ চার ও ১ ছক্কায় তুলে নেন সেঞ্চুরি। দেশের বাইরে এটা তার প্রথম সেঞ্চুরি। দেশের বাইরে সেঞ্চুরি একজন ব্যাটসম্যানের মানের পরিচায়ক বলেন উচ্ছ্বসিত বিজয়, ‘একজন ব্যাটসম্যানের মেধা যাচাই হয় দেশের বাইরের সেঞ্চুরি দিয়ে। সেঞ্চুরি করতে পেরে এখন ভালো লাগছে।’
ক্যারিয়ারে সেঞ্চুরি তিনটি। দুটির প্রতিপক্ষই ওয়েস্ট ইন্ডিজ। বাকিটি গত মার্চে করেন পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে। তিন সেঞ্চুরির মধ্যে পরশুর সেঞ্চুরিটিকেই এগিয়ে রাখেন বিজয়, ‘আমার সবগুলো সেঞ্চুরির মধ্যে এটিকেই এগিয়ে রাখব। আমাকে সেঞ্চুরি করতে হয়েছে কেমার রোচ, ডুইন ব্রাভো, রবি রামপাল ও সুনিল নারাইনদের মতো বোলারদের বিপক্ষে। এমন একটি বোলিং লাইন আপের বিপক্ষে সেঞ্চুরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে।’ সেঞ্চুরিটিকে এগিয়ে রাখলেও দলের হার এড়াতে পারেনি। তাতে কষ্ট রয়েই গেছে এনামুল বিজয়ের, ‘দল জিতলে ভালো লাগত। আমরা জয়ের জন্যই খেলেছি। জয়ের সামর্থ্য আমাদের রয়েছে। আশা করি পরের ম্যাচে ভালো করব।’
কাল ওপেন করতে নেমে ১০৯ রানের ইনিংস খেলেন। এই সেঞ্চুরি কষ্টের প্রাপ্তি বলেন ডানহাতি ওপেনার, ‘আমি এখানে আসার আগে কঠোর পরিশ্রম করেছি। পরিশ্রমের ফলও পেলাম। এখানে আসার আগে বাউন্সি উইকেটে খেলার অনুশীলন করেছি। সেঞ্চুরি করতে পেরে ভালো লাগছে। এখানে আসার আগে আমি ফুটওয়ার্ক নিয়ে কাজ করেছি। কেননা আমি জানতাম বিশ্বমানের বোলিংয়ের বিপক্ষে আমাকে খেলতে হবে।’ আজ দ্বিতীয় ওয়ানডে। ইনফর্ম এনামুল বিজয়ের দিকে তাকিয়ে দল। তাকিয়ে থাকতে পারেই। শেষ ৬ ম্যাচে দুই সেঞ্চুরিই তাকাতে বাধ্য করছে দলকে।
শিরোনাম
- 'দাঁতভাঙা জবাব' দিয়েছে পাকিস্তান, শেহবাজের দাবি
- সৃষ্টিশীলতার মাধ্যমে সভ্যতা বিনির্মাণে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন প্রকৌশলীরা
- রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য চাই: ব্রাহ্মণবাড়িয়ায় গোলটেবিল বৈঠকে বক্তারা
- পাকিস্তানের সঙ্গে সংঘাত ভারতকে ‘নিরাপদ বিনিয়োগ গন্তব্য’ ভাবার পথে বাধা হবে: রয়টার্স
- ভারত থেকে এভাবে ‘পুশ–ইন’ সঠিক প্রক্রিয়া নয় : খলিলুর রহমান
- ৬৭ টেস্ট, ৪৩০১ রান: বিদায় বললেন রোহিত শর্মা
- বাংলাদেশিদের ভিসা চালুর অগ্রগতিতে আরব আমিরাতকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
- কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
- উলবাকিয়া মশায় ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশে আশা দেখছেন গবেষকরা
- পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
- রোগীদের সুস্থতায় নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ : চসিক মেয়র
- সিরাজগঞ্জে আন্দোলনে আহতদের মাঝে ২ কোটি ৪৯ লাখ টাকার চেক বিতরণ
- টেস্ট থেকে অবসরের ঘোষণা রোহিত শর্মার
- দেশে প্রথমবারের মতো দুইটি ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা
- পাকিস্তানে ভারতের হামলা ‘সর্বাত্মক যুদ্ধের’ ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক
- পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি
- পাকিস্তান-ভারত উত্তেজনার মধ্যেও চলবে পিএসএল
- রৌমারী-ভূরুঙ্গামারী সীমান্তে ৩৬ রোহিঙ্গা ও ৮ বাংলাদেশিসহ আটক ৪৪
- পাকিস্তানের হামলায় ভারতে হতাহত বেড়ে ৫৮: ভারতীয় সেনাবাহিনী
- 'শব্দদূষণ রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই'
এ সেঞ্চুরিই এনামুলের সেরা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর