অভিষেকেই জানান দিয়েছিলেন। হারিয়ে যেতে আসেননি। বরং দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দেওয়াই তার লক্ষ্য। এনামুল হক বিজয়। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজে প্রথমবার খেলতে নেমেই বাজিমাত করেন। দল হারলেও খেলেন ১০৯ রানের নান্দনিক এক ইনিংস। ক্যারিবিয় বোলিং অ্যাটাক রবি রামপাল, কেমার রোচ, ডুইন ব্রাভো, সুনীল নারাইনদের বিপক্ষে তিন অংকের ম্যাজিক্যাল ইনিংস খেলে জাত চেনানোর পাশাপাশি প্রশংসিতও হন তিনি। ২০ ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত সেঞ্চুরি করেছেন তিনটি। তাতে এগিয়ে রেখেছেন গ্রেনাডার সেন্ট জর্জেস ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সেঞ্চুরিটিকেই।
২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনায় অভিষেক। ৪১ রান করেছিলেন ওই ম্যাচে। পরের ম্যাচে খেলেন ১২০ রানের ম্যাচজয়ী ইনিংস। ওই ইনিংসটি এখন পর্যন্ত ক্যারিবিয়দের বিপক্ষে টাইগারদের ব্যক্তিগত সর্বোচ্চ। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সেঞ্চুরিই দুটির মালিক এনামুল বিজয়। পরশু গ্রেনাডার ধীরগতির উইকেটে প্রতিপক্ষের পেস ও স্পিনকে সামাল দিয়ে ১৩৮ বলে ১১ চার ও ১ ছক্কায় তুলে নেন সেঞ্চুরি। দেশের বাইরে এটা তার প্রথম সেঞ্চুরি। দেশের বাইরে সেঞ্চুরি একজন ব্যাটসম্যানের মানের পরিচায়ক বলেন উচ্ছ্বসিত বিজয়, ‘একজন ব্যাটসম্যানের মেধা যাচাই হয় দেশের বাইরের সেঞ্চুরি দিয়ে। সেঞ্চুরি করতে পেরে এখন ভালো লাগছে।’
ক্যারিয়ারে সেঞ্চুরি তিনটি। দুটির প্রতিপক্ষই ওয়েস্ট ইন্ডিজ। বাকিটি গত মার্চে করেন পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে। তিন সেঞ্চুরির মধ্যে পরশুর সেঞ্চুরিটিকেই এগিয়ে রাখেন বিজয়, ‘আমার সবগুলো সেঞ্চুরির মধ্যে এটিকেই এগিয়ে রাখব। আমাকে সেঞ্চুরি করতে হয়েছে কেমার রোচ, ডুইন ব্রাভো, রবি রামপাল ও সুনিল নারাইনদের মতো বোলারদের বিপক্ষে। এমন একটি বোলিং লাইন আপের বিপক্ষে সেঞ্চুরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে।’ সেঞ্চুরিটিকে এগিয়ে রাখলেও দলের হার এড়াতে পারেনি। তাতে কষ্ট রয়েই গেছে এনামুল বিজয়ের, ‘দল জিতলে ভালো লাগত। আমরা জয়ের জন্যই খেলেছি। জয়ের সামর্থ্য আমাদের রয়েছে। আশা করি পরের ম্যাচে ভালো করব।’
কাল ওপেন করতে নেমে ১০৯ রানের ইনিংস খেলেন। এই সেঞ্চুরি কষ্টের প্রাপ্তি বলেন ডানহাতি ওপেনার, ‘আমি এখানে আসার আগে কঠোর পরিশ্রম করেছি। পরিশ্রমের ফলও পেলাম। এখানে আসার আগে বাউন্সি উইকেটে খেলার অনুশীলন করেছি। সেঞ্চুরি করতে পেরে ভালো লাগছে। এখানে আসার আগে আমি ফুটওয়ার্ক নিয়ে কাজ করেছি। কেননা আমি জানতাম বিশ্বমানের বোলিংয়ের বিপক্ষে আমাকে খেলতে হবে।’ আজ দ্বিতীয় ওয়ানডে। ইনফর্ম এনামুল বিজয়ের দিকে তাকিয়ে দল। তাকিয়ে থাকতে পারেই। শেষ ৬ ম্যাচে দুই সেঞ্চুরিই তাকাতে বাধ্য করছে দলকে।
শিরোনাম
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
- ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি
- রংপুরে বেড়েছে খড়ের কদর, লাভবান কৃষক
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
- জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর
- পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়
- উন্নয়নশীল দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
- ওয়ারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা
এ সেঞ্চুরিই এনামুলের সেরা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর