হকির নির্বাচিত কমিটি ভেঙে দেওয়া হচ্ছে এই গুজব অনেক দিন ধরেই ক্রীড়াঙ্গনে চলছে। সচল চাকাকে অচল করতে ষড়যন্ত্র কমও হচ্ছে না। তারপরও থেমে থাকছে না হকি। লোকাল শিডিউলকে নিয়মিত করা ছাড়া তারা আন্তর্জাতিক দিকেও চোখ ফেলে রেখেছেন ভালোভাবেই। সিরিজ হারুক অনেকদিন পর ভারতের জাতীয় পর্যায়েও দলকে দেশে আনতে সক্ষম হয়েছে। সামনে এশিয়ান গেমস প্রস্তুতিও চলছে দারুণভাবে। আগামী মাসে ঢাকায় ওয়াল্ড হকি লিগের প্রাথমিক পর্ব। তারপরই স্টেডিয়ামের সংস্কার শুরু হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে ফ্লাডলাইট বসানো। অর্থাৎ দিন ছেড়ে এবার রাতেও ঢাকাতে হকিম্যাচ অনুষ্ঠিত হবে। দুবার ঢাকা সফর করে গেছেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি নেগ্রে। ফেডারেশনের কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যার প্রথম পদক্ষেপই হচ্ছে ফ্লাড লাইট বসানো। হকির ঢাকা সচল থাকাতে একেরপর এক স্পন্সর আসছে। এশিয়ান গেমসের পর প্রিমিয়ার লিগের দলবদল হতে পারে। গতবার মোহামেডান, মেরিনার্স, ওয়ারীর মতো দল কমিটির বিরোধিতা করে লিগে অংশ নেয়নি। তারপরও কিন্তু থেমে থাকেনি লিগ। তবে মোহামেডান ও মেরিনার্স না থাকাতে লিগের আকর্ষণ কমে গিয়েছিল। বাইলাজ কিন্তু আছে কোনো ক্লাব লিগ না খেললেও স্কাচার্ড অর্থাৎ নিচে নেমে যাবে। হকির বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে ফেডারেশন দরজা খোলা রেখেছে। সভাপতি একা নন, কমিটির জ্যেষ্ঠ কর্মকর্তারা চাচ্ছেন এবার সব দলকে নিয়ে লিগ আয়োজন করতে। ফেডারেশনের এক সহসভাপতি সাবি্বর ইউসুফ মারা গেছেন। স্বাভাবিকভাবে তার পদে নতুন কাউকে অনতে হবে। কেউ যদি প্রার্থী হতে চান নির্বাচনেরও প্রয়োজন পড়বে। কিন্তু ফেডারেশন চাচ্ছে সমঝোতা করে বিরোধী পক্ষে কাউকে বসাতে। মোহামেডান ও মেরিনার্স দুই পক্ষই বলছে পরিস্থিতির পরিবর্তন না হলে তারা লিগ কেন হকির কোনো কর্মসূচিতেই অংশ নেবে না। না, যতই অভিমান থাকুক তা ভাঙাতে ফেডারেশন সভাপতি এশিয়ান গেমসের পর দুই দলের সঙ্গে বসবেন। এখানে বরফ গলার নাকি সম্ভাবনাও আছে। অর্থাৎ হকির উন্নয়নে আন্তরিকতার কোনো কমতি রাখছে না ফেডারেশন। এরপরও যদি কেউ পরিবেশ উত্তপ্ত করে তুলতে চায় এরচেয়ে ট্র্যাজেডি আর কী হতে পারে।
শিরোনাম
- বরিশালে ইন্টার্ন চিকিৎসকের ২৪ ঘন্টার আল্টিমেটাম, শিক্ষার্থীদের ক্লাস বর্জন
- প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- যশোরে ভাবিকে ধর্ষণের চেষ্টা, দেবর গ্রেফতার
- মিয়ানমারে ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচনের ঘোষণা জান্তার
- হরিণের সঙ্গে ধাক্কা, প্রাক্তন বিশ্ব সুন্দরী সেনিয়া অ্যালেক্সান্ড্রোভার মর্মান্তিক মৃত্যু
- যুদ্ধ বন্ধে ইউক্রেনকে যেসব বিষয়ে ছাড় দিতে হবে, জানালেন ট্রাম্প
- দোতরা হারালেও থেমে নেই আমজাদ বয়াতির গান
- ‘সুপারম্যান’-এর খলনায়ক টেরেন্স স্ট্যাম্প আর নেই
- কারাগারে কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল
- রোকেয়া স্মৃতিকেন্দ্রে মনোহর সেঞ্চুরি প্ল্যান্ট, দর্শনার্থীদের আকর্ষণ
- বরিশাল মেডিকেলে মারধর: হামলাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শুনানি শুরু ২৪ আগস্ট
- ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
- পিএসসির সামনে নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের অবস্থান কর্মসূচি
- চাঁদপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
- ঘুমধুম সীমান্তে আরাকান আর্মি সন্দেহে আটক ২, স্বীকারোক্তি একজনের
- পঞ্চগড়ে মৎস্য সপ্তাহ উদ্বোধন, সচেতনতার আহ্বান
- গোপালগঞ্জে মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত
- মোংলায় মৎস্য সপ্তাহের উদ্বোধন
- কুষ্টিয়ায় নিখোঁজের পরদিন ভ্যানচালকের মরদেহ উদ্ধার
হকি প্রিমিয়ার লিগ
মোহামেডানকে ফেরানোর উদ্যোগ
ক্রীড়া প
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর