ব্রাজিলের নতুন কোচ কার্লোস দুঙ্গা দেশের সব তরুণ ফুটবলারকে নেইমারের দায়িত্ববোধ থেকে অনুপ্রেরণা নিতে বলেছেন। তিনি মনে করেন, সব উঠতি ফুটবলারের উচিত নেইমারকে অনুসরণ করা।
দ্বিতীয়বারের মতো জাতীয় দলের দায়িত্ব নিয়ে গত মঙ্গলবার দুঙ্গা দল ঘোষণা করেছেন। পরের মাসে তার শিষ্যরা মুখোমুখি হবে ইকুয়েডর এবং কলম্বিয়ার। আগের কোচ লুই ফিলিপ স্কলারির বিশ্বকাপের দলে থাকা ২৩ জন খেলোয়াড়ের মধ্য থেকে মাত্র ১০ জন জায়গা পেয়েছেন দুঙ্গার দলে। তার দলে তরুণ কিছু খেলোয়াড়ও ডাক পেয়েছেন।
তরুণ খেলোয়াড়দের উদ্দেশে দুঙ্গা বলেন, 'নেইমার ব্রাজিলের তরুণ ফুটবলারদের জন্য অনুপ্রেরণার উৎস। আমি মনে করি শুধু ব্রাজিলের তরুণরাই নয়, পুরো বিশ্বের তরুণদের উচিত নেইমারকে দেখে অনুপ্রেরণা অর্জন করা। আগের চেয়ে সে এখন আরও বেশি পরিণত ফুটবলার।'
১৯৯৪ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, 'নেইমার তার দায়িত্ব নিয়ে যেভাবে খেলে যাচ্ছে, তাতে আমি মনে করি অন্যদের উচিত তার মতো দায়িত্ববান হওয়া। বার্সেলোনায় গিয়ে সে আরও পরিণত হয়েছে, গোলের ক্ষুধা সে বুঝতে পারে। যেটা ফুটবলের জন্য অতি জরুরি।'
নিজের শিষ্য প্রসঙ্গে দুঙ্গা আরও বলেন, 'নেইমারের লক্ষ্য থাকে গোল করার। প্রতিটা বল পেয়ে সে গোলমুখে যেতে চায়। মানসিকভাবে এবং শারীরিকভাবে সে অনেক শক্ত। টেকনিক্যালি সে আরও বেশি উন্নতি করছে। তার বিভিন্ন সাক্ষাৎকারে বলতে শুনি, সে পরের বিশ্বকাপ ঘরে নিয়ে আসতে প্রস্তুত। আমি মনে করি, নেইমারের এসব দেখে ও শুনে দলের সব খেলোয়াড়ের তার কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত।'