১৯৮৬ সালে দিয়াগো ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা শেষবারের মতো ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। পরের আসরেও তার নেতৃত্বে ফাইনালে উঠলেও জার্মানির কাছে হেরে যায়। এরপর বিশ্বকাপে আর্জেন্টিনাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। ২০১০ সালে ম্যারাডোনা কোচের দায়িত্ব নিলে আর্জেন্টাইন ভক্তদের প্রত্যাশা ছিল এবার বিশ্ব জয় হবেই। না, গ্রুপ পর্বটা দারুণভাবে শুরু করলেও কোয়ার্টার ফাইনালে রীতিমতো বিধ্বস্ত হয়ে বিদায় নিতে হয়। এ ব্রাজিল নিজেদের দেশে বিশ্বকাপে ফাইনালে উঠতে না পারলেও মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দুই যুগ পর ফাইনালে ওঠে। এরপরও হতাশা কাটেনি ভক্তদের ফাইনালে তারা জার্মানির কাছে ০-১ গোলে হেরে। কিছুদিন আগে স্পেনের এক সাংবাদিক ম্যারাডোনাকে জিজ্ঞাসা করেছিলেন আর্জেন্টিনা কি আর বিশ্ব চ্যাম্পিয়ন হবে না? উত্তর ছিল হবে কিনা জানি না, তবে ততদিন হয়তো আমি বাঁচব না।