ইকার ক্যাসিয়াস এখন রিয়াল মাদ্রিদের কোস্টারিকান গোলরক্ষক নাভাসের মূল প্রতিদ্বন্দ্বী! ক্যাসিয়াসের চেয়ে ভালো ফর্ম দেখাতে না পারলে তাকে সাইড বেঞ্চে কাটাতে হবে- এটা মেনে নিয়েই স্প্যানিশ জায়ান্টে নাম লিখিয়েছেন তিনি। নাভাস একে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন। কিন্তু তাই বলে ক্যাসিয়াসকে তিনি শত্রু হিসেবে ভাবতে চান না। নাভাস অকপটে শিকার করেছেন ক্যাসিয়াসের কাছে এখনো অনেক কিছু শেখার আছে তার।
ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত সাফল্য দেখানোর জন্যই রিয়াল মাদ্রিদের দৃষ্টিতে পড়ে যান নাভাস। তবে কার্লো আনচেলত্তির একাদশে এখনো তিনি জায়গা পাননি। কোচ মনে করেন রিয়ালে এখনো ক্যাসিয়াসই সেরা। নাভাসও সাইড বেঞ্চে বলে থাকার পাত্র নন। তিনিও মূল একাদশে সুযোগ পাওয়াকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। কিন্তু তার আচরণে যাতে ক্যাসিয়াস কোনো রকম কষ্ট না পান, সে বিষয়ে তিনি খুবই সতর্ক। অনুশীলনের সময় তিনি নিবিড়ভাবে ফলো করেন ক্যাসিয়াসকে। স্প্যানিশ গোলরক্ষকের কৌশলগুলো রপ্ত করার চেষ্টায় রত তিনি। তবে নাভাস নিজের ওপর প্রচণ্ড আত্দবিশ্বাসী। তিনি মনে করেন, সময় কখনো না কখনো আসবেই। আর সময়ের অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ। ততদিনে নিজেকে আরও শাণিত করে নিতে চান কোস্টারিকান এই তারকা গোলরক্ষক। নাভাস বলেন, 'আমি অনুশীলনের সময় ভিন্ন কিছু করার চেষ্টা করছি। সবার কাছে নিজেকে দায়িত্বশীল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছি। আমি এখানে সবাইকে আপন করে নিতে চাই। তবে সেটা অবশ্যই আমার পারফরম্যান্স দিয়ে। নিজের প্রতি আমার আত্দবিশ্বাস আছে।'