ইতালি ছেড়ে এবার ইংল্যান্ড পাড়ি দিতে পারেন ইতালির তারকা স্ট্রাইকার মারিও বালোতেল্লি। বালোতেল্লিকে নিতে নাকি এবার ঝাঁপিয়ে পড়েছে লিভারপুল। ক্লাবের সঙ্গে চুক্তির বিষয়টি নাকি পাকাপাকি হয়ে গেছে ১৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে।
গত বুধবার প্রথমে চুক্তিতে বালোতেল্লিকে লিভারপুল নিজেদের দলে নেওয়ার কথা ভাবলেও ২৪ বছর বর্ষীয়ান স্ট্রাইকারকে এবছর দলে রাখতে খুব একটা আগ্রহী নয় এসি মিলান। তাই এই ‘বিতর্কিত’ বালোতেল্লিকে পুরো মৌসুমের জন্য দলে নেওয়ার কথা ভাবছে লিভারপুল। একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বালোতেল্লি বলেও দিয়েছেন, ‘ মিলানে আজকেই আমার শেষ দিন।’ মিলান ক্লাবের পক্ষ থেকেও বলা হয়েছে, ‘ স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ মিলানেলো স্পোর্টিং সেন্টারকে গুডবাই বলে চলে গিয়েছেন।’ এর থেকেই পরিষ্কার খুব শীঘ্রই লিভারপুলে সুপার মারিওকে খেলতে দেখা গেলে আর অবাক হওয়ার কিছু নেই।