জিম্বাবুয়েতে ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্রাম শেষে দলে ফিরেছেন দুই পেসার ডেল স্টেইন ও মরনে মরকেল। তবে চোটের কারণে দলে থাকছেনা পেসার ভারনন ফিল্যান্ডার।পিঠের সমস্যার কারণে দলে নেই আরেক পেসার বিউরান হেনড্রিক্সও।
আগামী ২৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে স্বাগতিক জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা ছাড়া অন্য দলটি হলো অস্ট্রেলিয়া। ২৭ অগাস্ট হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা দল:
এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, কাইল আবোট, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফাফ দু প্লেসি, ইমরান তাহির, রায়ান ম্যাকলারেন, ডেভিড মিলার, ওয়েইন পার্নেল, অ্যারন ফাঙ্গিসো, রিলি রুশো, থোকোজিসি সেজি, মরনে মরকেল, ডেল স্টেইন।