দু’টি ট্রান্সফার উইন্ডোর জন্য বার্সেলোনার ওপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে ফিফা। তার আগেই অবশ্য বার্সা ১৫ কোটি ইউরো মূল্যের প্লেয়ার কিনে ফেলেছে। তাতে ব্যাক ও মিডফিল্ডের খাঁকতি কিছুটা মিটলেও ভরসাতো ওই ফরোয়ার্ড লাইন। কোন আইনে বার্সার মাথা কাটা গেল সেটা আগে একটু বোঝা দরকার। ফিফা সাধারণত ১৮ বছরের কম বয়সের প্লেয়ারদের আন্তর্জাতিক ট্রান্সফার অুনমোদন করে না। করে, যদি প্লেয়ারটির বাবা-মা ক্লাবটি যে দেশে অবস্থিত, স্বদেশ থেকে বাস ও পাট তুলে সে দেশে দেশান্তরী হন এবং ফুটবলের সঙ্গে যুক্ত কোনো কারণে নয়। দ্বিতীয়ত, যদি ইইউ'র এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয় তাহলে সংশ্লিষ্ট প্লেয়ারটির বয়স ১৬ থেকে ১৮ বছর হতে হবে।
প্রথম রুলটির অর্থ ইউরোপের ধনী ক্লাবগুলো যদি আফ্রিকা বা দক্ষিণ অ্যামেরিকার আন্ডার-এজ প্লেয়ারদের বাবা-মাকে চাকরি দিয়ে নিয়ে আসে তাহলে বলার কিছু নেই। ইউরোপের অন্য কোনো দেশ থেকে আন্ডার-এজ প্লেয়ার আনলে, ফুটবল ট্রেনিং-এর সঙ্গে সঙ্গে তার পড়ােশোনার ব্যবস্থা করতে হবে, যাতে সে ফুটবল ছাড়া আরো কোনো একটা পেশা শেখে।
বার্সা এই সব রুলের আওতায় পড়েছ। কিন্তু ফিফার বিচার অনুযায়ী থাকেনি – মূলত তার সুবিখ্যাত লা মাসিয়া যুব একাডেমির জন্য। এবং বার্সার আপিল বাতিল করে যে তার সাজা বজায় রাখা হয়েছে, তার চেয়েও বেশি ‘বেজেছে' বার্সার ফুটবল ধর্ম, ফুটবল দর্শনের উপর এই ‘অন্যায়' দোষারোপ। ‘‘বার্সা এমন কোনো রায় মেনে নিতে পারে না, যা আমাদের মাসিয়া নীতির উপর আক্রমণের সমতুল, (যে মাসিয়া একাডেমি কিনা তরুণ ফুটবল প্রতিভাদের) মানবিক, ক্রীড়াগত এবং শিক্ষাগত বিকাশের বিশ্বব্যাপী স্বীকৃত একটি নিদর্শন৷''
বার্সার কোচ লুইজ এনরিকে এককালে পেপ গুয়ার্দিওলার টিমমেট ছিলেন। তিনি দেখছেন, সুয়ারেজের উপর অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা; নেইমার চোট থেকে সেরে উঠছেন; আর লিওনেল মেসি অন্য দু'জনের মতোই বিশ্বকাপে হারজনিত হতাশায় ভুগছেন। অপরদিকে, এনরিকে দু'জন নতুন সেন্টার-ব্যাক পাচ্ছেন-ভ্যালেন্সিয়া থেকে জেরেমি ম্যাথিউ ও আর্সেনালের ক্যাপ্টেন টোমাস ফের্মেলেনকে। কাজেই বার্সার ডিফেন্স কিছুটা গভীরতা পেল এবং হাবিয়ের মাস্কেরানো মিডফিল্ডে তার প্রিয় পজিশনে ফিরতে পারলেন।
এনরিকের খেলার স্টাইল গুয়ার্দিওলার চেয়ে কিছুটা বাস্তব ঘেঁষা। যদিও তাকে পূর্বসূরি জেরার্দো মার্তিনোর মতো বার্সার ‘‘টিকি-টাকা'' ফুটবল শৈলীর প্রতি বিশ্বাসঘাতকতার অভিযোগ শুনতে হবে না। কে জানে, ‘‘টিকি-টাকা''-র রাজা সাবি অ্যার্নান্দেসই যখন অবসর নেবার মুখে তখন এনরিকে হয়ত তার খেলোয়াড়দের বলবেন, বলটা আর একটু তাড়াতাড়ি গোলের দিকে ঠেলতে। কিন্তু কি খেলার স্টাইল, কি এ মৌসুমে ট্রফি জেতা, উভয় ক্ষেত্রেই বার্সার জীবন-মরণ নির্ভর করবে তার তিন-তারা ফরোয়ার্ড লাইনের ওপর।