প্রথম ওয়ানডেতে আশা জাগিয়েও জয় না পাওয়ার স্মৃতি ভুলে প্রথম জয় পাওয়ার লক্ষ্যে এবং সিরিজে সমতা আনতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ। আজ সন্ধ্যা ৭টায় গ্রানাডার সেন্ট জর্জেস মাঠে অনুুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরই মধ্যে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আজকের ম্যাচে জয় পেলে সিরিজ জয় নিশ্চিত হবে স্বাগতিকদের। অন্যদিকে হারের বৃত্ত থেকে বের হওয়ার জন্য জয়ের কোনো বিকল্প নেই নতুন কোচ হাথুরাসিংহের শিষ্যদের।
সিরিজের প্রথম ম্যাচে বংলাদেশের ব্যাটসম্যানদের দেওয়া ২১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪ রানেই ৫ উইকেট হারায় ক্যারিবিয়রা। কিন্তু পোলার্ড এবং রামদিনের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যতা শেষ পর্যন্ত তিন উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ক্যারিবিয়রা।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হয়ে আনামুল বিজয় ছাড়া আর কেউ মনে রাখার মতো স্কোর করতে পারেনি। অনেকদিন পরে রানে ফেরা তামিত ইকবাল ওপেনিং জুটিতে কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত দলকে বড় ইনিংস উপহার দিতে পারেননি।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। তবে প্রথম ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একজন স্পিনার বেশি খেলানো হতে পারে। আর সেক্ষেত্রে আব্দুর রাজ্জাকেই ভরসা করতে পারে মুশফিক।