শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুটি ওয়ানডে খেলতে পারছেন না পাকিস্তানের অফ-স্পিনার সইদ আজমল। ব্রিসবেনে বোলিং অ্যাকশন পরীক্ষা করানোর জন্যই তার খেলা হচ্ছে না।
২০০৯ সাল থেকেই বিতর্কিত বোলিং অ্যাকশনের জন্য আজমল একাধিকবার আইসিসি'র পরীক্ষার মুখে পড়েছেন। সম্প্রতি পার্থে গিয়েও পরীক্ষা দিয়ে এসেছেন আজমল। কিন্তু, বিতর্কিত বোলিংয়ের ক্ষেত্রে আইসিসি এবার নতুন নিয়ম করেছে। আম্পায়র বা ম্যাচ রেফারির মতে কোন বোলারের অ্যাকশন যদি সন্দেহজনক হয় তাহলে তাকে ব্রিসবেনে গিয়েই পরীক্ষা দিয়ে আসতে হবে। এক সপ্তাহের ভিতরই পাকিস্তান ক্রিকেট বোর্ড'র কাছে আজমলের রিপোর্ট চলে আসবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে কমপক্ষে আজমলের ৩০-৩৫ টি ডেলিভারি সন্দেহজনক বলে জানা গেছে।