বোলিং অ্যাকশন পরীক্ষা করানোর জন্যে শনিবার ভোরে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন পাকিস্তানের তারকা বোলার সাঈদ আজমল। ব্রিসবেনের ‘অস্ট্রেলিয়া ন্যাশনাল ক্রিকেট সেন্টার’ এ তার বোলিং অ্যাকশন পরীক্ষা করা হবে।
সে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না পাকিস্তানের এই স্পিনার। তবে ২৭ আগস্ট সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও না খেলতে পারেন আজমল। আগামীকাল হাম্বানটোটায় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাকি দুটি ম্যাচ হবে বুধবার ও শনিবার।
পিসিবির এক কর্মকর্তা জানান, ২৫ তারিখে আজমলের বোলিং পরীক্ষা করানোর জন্য তারিখ নির্দিষ্ট করা আছে। যদি একদিনের মধ্যে কার্যক্রম শেষ হয় তবে ২৬ আগস্টই তিনি দলের সঙ্গে যোগ দিবেন। আর বেশি সময় লেগে গেলে ২৭ আগস্টের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিও তিনি মিস করতে পারেন।
শ্রীলঙ্কার বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজমলের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তোলেন আম্পায়াররা। ফলে নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে আজমলকে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে। ওই শর্ত পূরণ করতেই ব্রিসবেন যাচ্ছেন আজমল।