ফের বলা হাতে মাঠে দেখা যাবে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকে। সেপ্টেম্বরে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ টি-২০-তে নিউজিল্যান্ডের নর্দার্ন ডিস্ট্রিক্টের হয়ে খেলবেন তিনি।
দু’বছর আগে নিউজিল্যান্ডের হয়ে নিজের ১১২তম টেস্ট খেলেছিলেন ভেট্টোরি। নর্দার্ন ডিস্ট্রিক্ট অবশ্য এই টুর্নামেন্টে পাচ্ছে না তাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার কোরি অ্যান্ডারসনকে। কারণ তিনি খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে।
নিউজিল্যান্ডের দলটি এখনও তাদের ১৫ সদস্যের নাম না জানালেও ভেট্টোরির দলে ঢোকা এক প্রকার নিশ্চিত। এই দলেই থাকছেন স্কট স্টাইরিশ, কেন উইলিয়ামসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ওয়াটলিং এবং ড্যানিয়েল ফিনের মতো অতীত এবং বর্তমানের কিউই তারকারা।