প্রথম ম্যাচে বাঁ হাতি স্পিনার আবদুর রাজ্জাককে একাদশে না রাখায় সমালোচিত হয়েছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম ও কোচ চন্ডিকা হাতুরাসিংহে। সুবিধাজনক অবস্থানে থেকেও শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যাওয়ায় সমালোচকরা বলছেন, রাজ্জাক খেললে ম্যাচের চিত্র ভিন্ন হতো। হয়তো হাসিমুখেই মাঠ ছাড়তেন টাইগার ক্রিকেটাররারা। সমালোচনার তীক্ষ্ণবাণে বিদ্ধ টিম ম্যানেজমেন্ট কোনোরকম রিস্ক না নিয়েই কাল রাজ্জাককে নিয়ে দ্বিতীয় ওয়ানডের একাদশ সাজায়। কিন্তু তাতে আহামরি কোনো লাভ হয়নি বাংলাদেশের। গ্রেনাডার সেন্ট জর্জেস ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ধীরগতির উইকেটে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ওপর কোনো প্রভাবই ফেলতে পারেননি টাইগার স্পিনাররা। বরং চাপ প্রয়োগ করেছেন দুই পেসার মাশরাফি বিন মর্তুজা ও আল-আমিন। বিশেষ করে মাশরাফি ছিলেন দুর্দান্ত। তার নিখুঁত বোলিংয়েই খুব বড় স্কোর গড়তে পারেনি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৭ রানের ইনিংসটি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ। টাইগারদের বিপক্ষে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ স্কোর ৬ উইকেটে ২৭৪, রোসেউতে করেছিল ২০০৯ সালে।
প্রথম ওয়ানডেতে ২১৭ রানের মামুলি স্কোর নিয়েও দুর্দান্ত শুরু করেছিল মুশফিকবাহিনী। ৩৪ রানে তুলে নিয়েছিল ৫ উইকেট। অবশ্য শুরুর চাপ শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি বোলাররা। ফলে জিততে জিততে হেরে যায় ম্যাচটি। প্রথম ওয়ানডেতে মাশরাফির পুরো স্পেল শেষ না করে সমালোচিত হয়েছিলেন টাইগার অধিনায়ক। ৮ ওভারে মাত্র ২২ রান দিয়েছিলেন দেশসেরা পেসার। কাল তাই ভুল পথে হাঁটেননি মুশফিক। ছোট ছোট চার স্পেলে বোলিং করান নড়াইল এক্সপ্রেসকে। প্রথম দুই স্পেলে খরুচে বোলিং করলেও শেষ দুই স্পেলে পুরনো ছন্দে বোলিং করেন মাশরাফি। প্রথম দুই স্পেলে ৬ ওভারে রান দেন ২৩। শেষ ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটা তার সেরা বোলিং। আগের সেরা বোলিং ছিল ২০১২ সালে ৩৬ রানে ২ উইকেট। আরেক পেসার আল-আমিন বোলিং করেন পাঁচ স্পেলে। প্রথম ওভারে উইকেট নিলেও দিন শেষে ছিলেন একটু খরুচে। ১০ ওভারে রান দেন ৬০। উইকেট নেন ২টি। প্রথম ম্যাচে উইকেট নিয়েছিলেন ৫১ রানে ৪টি। ধীরগতির উইকেটের বাউন্স কাজে লাগিয়ে ভালো করেন মাশরাফি ও আল-আমিন। দুজন নেন প্রতিপক্ষের ইনিংসের অর্ধেক উইকেট। কিন্তু উইকেট কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন দুই স্পেশালিস্ট স্পিনার আবদুর রাজ্জাক ও সোহাগ গাজী। সোহাগ পুরো স্পেলই করতে পারেননি। অথচ দেশের সেরা অফ স্পিনার সোহাগ! প্রথম ম্যাচে উইকেট নিয়েছিলেন ১টি। কালও নেন ১টি। কিন্তু ৯ ওভারের স্পেলে রান দেন ৪৭। ব্যর্থ হয়েছেন দেশের সবচেয়ে অভিজ্ঞ স্পিনার রাজ্জাকও। ২০৬ উইকেট নেওয়া রাজ্জাক ১০ ওভারে রান দেন ৪৩। ড্যারেন ব্রাভোর হাতে ছক্কা খাওয়ার আগ পর্যন্ত ভালোই বোলিং করছিলেন এই বাঁ হাতি। ওই ওভারে রান দেন ১৪। পরের ৮ ওভারে টাইট বোলিং করে রান দেন ২১। তার পরও টিম ম্যানেজমেন্ট সন্তুষ্ট নয়। তাই টি-২০ ক্রিকেটে খেলানোর জন্য দেশ থেকে উড়িয়ে আনা হচ্ছে আরেক বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামকে। গতকাল রাতে রওনাও হয়েছেন তিনি।
স্পিনাররা ভালো বোলিং না করলেও উইকেটের সঙ্গে লড়াই করে ব্যাটিং করেছেন গেইল, ব্রাভো, সিমন্সরা। এক বছর পর হাফ সেঞ্চুরি করেন গেইল। মারকাটারি গেইলের ৫৮ রানের ইনিংসে ছিল ৫টি ছক্কা। ২টিই ছিল মাহমুদুল্লাহ রিয়াদের ওভারে পরপর। ব্রায়ান লারার কার্বন কপি ড্যারেন ব্রাভো হাফ সেঞ্চুরি করলেও ইনিংসটিতে ছিল মাত্র ২টি বাউন্ডারি ও ১টি ছক্কা।
ওয়েস্ট ইন্ডিজ: ২৪৭/৭, ৫০ ওভার (গেইল ৫৮, ব্রাভো ৫৩, সিমন্স ৪০, মাশরাফি ৩/৩৯, আল-আমিন ২/৬০)
বাংলাদেশ : ৭০/১০ (২৪.৪ ওভার) (তামিম ৩৭। রামপাল ২/২১, রোচ ৩/১৯, নারাইন ৩/১৩)
শিরোনাম
- পাকিস্তান ও ভারতের শেয়ারবাজারে দর পতন
- সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল
- ব্যবসায়ী দলের শুভেচ্ছায় সিক্ত যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক
- প্লাস্টিকের বস্তা ব্যবহারে অটো রাইস মিলকে জরিমানা
- সত্যিই কি পরমাণু যুদ্ধে জড়াবে ভারত-পাকিস্তান? যা ছিল পুরনো মার্কিন গবেষণায়!
- প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে
- ভারতের ৪০-৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানি মন্ত্রীর
- রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন বিধ্বস্ত : স্থগিত নাহিদদের ম্যাচ
- চীনের তৈরি বিমান দিয়ে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান
- ববি উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলনে শিক্ষকদের সংহতি
- বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ
- মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব : গভর্নর
- যুক্তরাজ্যের সঙ্গে ‘বাণিজ্য চুক্তি’ ঘোষণা করতে যাচ্ছেন ট্রাম্প
- পাকিস্তানের গুলিতে ভারতে নিহত ১৬
- রাজস্ব বোর্ড বিলুপ্ত নয়, সংস্কার চায় বিটিএলএ ও ডিটিবিএ
- ইংল্যান্ডের প্রিমিয়ার ডিভিশন লিগে খেলতে গেলেন সাব্বির
- চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই, অতিষ্ঠ জনজীবন
- পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
- শাস্তি পেলেন কলকাতার তারকা স্পিনার
- ফরিদপুরে শুভসংঘের উদ্যোগে ‘সাইবার অপরাধ নিয়ন্ত্রণ’ শীর্ষক আলোচনা সভা
লড়াইয়ের পুঁজি দিয়েছিলেন মাশরাফি আল-আমিন
ওয়েস্ট ইন্ডিজ সফর
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের সঙ্গে সংঘাত ভারতকে ‘নিরাপদ বিনিয়োগ গন্তব্য’ ভাবার পথে বাধা হবে: রয়টার্স
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম