ব্যবধান মাত্র দুই মাস। পার্থক্য চার ম্যাচ। এর মধ্যেই দুই দুইবার শয়ের নিচে অলআউটের লজ্জায় নীল হয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ৫৮ রানে বাক্সবন্দী হওয়ার লজ্জা আড়াল হতে না হতেই শুক্রবার ফের শয়ের নিচে অলআউট টাইগাররা। এবার মুশফিকদের লজ্জায় ডুবালো ওয়েস্ট ইন্ডিজ। গ্রেনাডার সেন্ট জর্জেসে মাত্র ৭০ রানে প্যাকেট হয়েছেন মুশফিকরা। বিদেশ বিভুঁইয়ে এখন পর্যন্ত এটাই সর্বনিু স্কোর বাংলাদেশের। সব মিলিয়ে গত ২৮ বছরে ১৬ বার শয়ের নিচে ইনিংস খেলার রেকর্ড গড়লো। শয়ের নিচে স্কোর করার রেকর্ডের তালিকায় বাংলাদেশের পরেই জিম্বাবুয়ে, ১২ বার।
৩১৩ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে যে ক্রিকেটারদের, সেই ক্রিকেটাররাই কি না ৫৮, ৭০ রানে গুটিয়ে যাচ্ছেন বারবার। কিন্তু কেন? বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্য কি তাহলেই এতটুকুই। যে জয়গুলো এসেছে, সেগুলো কি হঠাৎ প্রাপ্তি? সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট কিন্তু সেটা মনে করেন না। সাবেক অধিনায়কের মতে দলটির ব্যর্থতার মূল কারণ সমন্বয়হীনতা, ৫৮, ৭০ রানে অলআউট হওয়া অবশ্যই লজ্জার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরশু ক্রিকেটারদের খেলা দেখে মনে হয়েছে দলের সবার মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু ক্রিকেটাররা হয়তো বুঝতে পারছেন না তাদের উইকেটের মূল্য কতটুকু। জিততে হলে অবশ্যই দলের সবার মধ্যে বোঝাপড়াটা থাকতে হবে।’ প্রথম ম্যাচে জিততে জিততে হেরে যাওয়া এবং কাল ৭০ রানে অলআউটের লজ্জায় ডোবার জন্য ক্রিকেটারদের চেয়ে বেশি টিম ম্যানেজম্যান্টে অপরিপক্বতাকে দোষারোপ করেছেন সাবেক অধিনায়ক, ‘আমি কোনোভাবেই বুঝে উঠতে পারছি না ধীরগতির উইকেটে চারজন ওপেনার খেলানোর যৌক্তিকতাকে। ধীরগতির উইকেটে যেখানে স্পিনারদের খেলানো উচিত, সেখানে চারজন ওপেনার নিয়ে একাদশ সাজানোর কারণ আমার মাথায় আসছে না। আমি মনে করি এই অপরিকল্পনার জন্যই ব্যাকফুটে চলে এসেছে দল।’ কাল বাংলাদেশ শেষ ৭ উইকেট হারায় মাত্র ১৩ রানে। এর আগে গত জুনে ভারতের বিপক্ষে ১৪ রানে হারিয়েছিল ৭ উইকেট। শুক্রবার তামিম ইকবাল ছাড়া বাকি ১০ ব্যাটসম্যানের মধ্যে কেউই দুই অংকের রান করতে পারেননি।
গত ডিসেম্বর থেকে টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে হারের চক্করে ঘুরছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ড্র এবং টি-২০ বিশ্বকাপে দুটি ম্যাচ জেতা ছাড়া সাফল্য নেই বললেই চলে মুশফিকবাহিনীর। শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে পর্যন্ত টানা ১১টি ম্যাচ হেরেছে টাইগাররা। অবশ্য টানা হারের রেকর্ড এটা নয় মুশফিকদের। ১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত টানা ২৩ ওয়ানডে হেরেছিল বাংলাদেশ। সে মূল্যমানে এটা কিছুই নয়। কিন্তু যে দল ২০০৬ সালে ২৮ ম্যাচের ১৮টি জিতেছিল, যে দলের বিশ্বকাপে ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারানোর ইতিহাস রয়েছে, তাদের এরকম অসহায় আত্মসমর্পণ এখন কি আর মানায়?
১৯৮৬ সালে প্রথম ওয়ানডে খেলে বাংলাদেশ। প্রথম জয় পায় ১১ বছর পর ১৯৯৭ সালে। গত ২৮ বছর হেরেছেই বেশি। তবে জিতেছেও। হার-জিতের রেসে ২০০৩ সালের বিশ্বকাপের পর থেকে একটু একটু করে বদলে যেতে থাকে বাংলাদেশের ক্রিকেট। হার-জিতের মধ্যেই ধীরে ধীরে রূপ নিতে থাকে ‘টিম বাংলাদেশ’ হয়ে। ২০১২ সালের এশিয়া কাপের ফাইনাল খেলা দল ২০১২ ও ২০১৩ সালে ১৮ ওয়ানডেতে ১০টিতেই জিতেছে। সেই দলের টানা ১১ হার! অবিশ্বাস্য! হারতে হারতে ক্রিকেটারদের মানসিকতা ও আÍবিশ্বাস এখন আটলান্টিকের তলানিতে!
এমন যাচ্ছেতাই পারফরম্যান্সে প্রশ্ন উঠছে ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে। বলাবলি করছে ক্রিকেট কি তাহলে উল্টো পথে হাঁটছে?
শিরোনাম
- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও’র দায়িত্ব ছাড়লেন মীর স্নিগ্ধ
- সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
- পাকিস্তানের হামলার আশঙ্কায় পাঞ্জাবে ব্ল্যাকআউটের নির্দেশ
- আবদুল হামিদের দেশত্যাগ: একজন প্রত্যাহার, দু’জন বরখাস্ত
- ভারত-পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান ইইউ’র
- ‘এলএনজি ও নবায়নযোগ্য খাত নিয়ে সৌদির সাথে কাজে আগ্রহী বাংলাদেশ’
- পাকিস্তান ও ভারতের শেয়ারবাজারে দর পতন
- সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল
- ব্যবসায়ী দলের শুভেচ্ছায় সিক্ত যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক
- প্লাস্টিকের বস্তা ব্যবহারে অটো রাইস মিলকে জরিমানা
- সত্যিই কি পরমাণু যুদ্ধে জড়াবে ভারত-পাকিস্তান? যা ছিল পুরনো মার্কিন গবেষণায়!
- প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে
- ভারতের ৪০-৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানি মন্ত্রীর
- রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন বিধ্বস্ত : স্থগিত নাহিদদের ম্যাচ
- চীনের তৈরি বিমান দিয়ে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান
- ববি উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলনে শিক্ষকদের সংহতি
- বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ
- মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব : গভর্নর
- যুক্তরাজ্যের সঙ্গে ‘বাণিজ্য চুক্তি’ ঘোষণা করতে যাচ্ছেন ট্রাম্প
উল্টো পথে টাইগাররা!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের সঙ্গে সংঘাত ভারতকে ‘নিরাপদ বিনিয়োগ গন্তব্য’ ভাবার পথে বাধা হবে: রয়টার্স
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম