ব্যবধান মাত্র দুই মাস। পার্থক্য চার ম্যাচ। এর মধ্যেই দুই দুইবার শয়ের নিচে অলআউটের লজ্জায় নীল হয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ৫৮ রানে বাক্সবন্দী হওয়ার লজ্জা আড়াল হতে না হতেই শুক্রবার ফের শয়ের নিচে অলআউট টাইগাররা। এবার মুশফিকদের লজ্জায় ডুবালো ওয়েস্ট ইন্ডিজ। গ্রেনাডার সেন্ট জর্জেসে মাত্র ৭০ রানে প্যাকেট হয়েছেন মুশফিকরা। বিদেশ বিভুঁইয়ে এখন পর্যন্ত এটাই সর্বনিু স্কোর বাংলাদেশের। সব মিলিয়ে গত ২৮ বছরে ১৬ বার শয়ের নিচে ইনিংস খেলার রেকর্ড গড়লো। শয়ের নিচে স্কোর করার রেকর্ডের তালিকায় বাংলাদেশের পরেই জিম্বাবুয়ে, ১২ বার।
৩১৩ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে যে ক্রিকেটারদের, সেই ক্রিকেটাররাই কি না ৫৮, ৭০ রানে গুটিয়ে যাচ্ছেন বারবার। কিন্তু কেন? বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্য কি তাহলেই এতটুকুই। যে জয়গুলো এসেছে, সেগুলো কি হঠাৎ প্রাপ্তি? সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট কিন্তু সেটা মনে করেন না। সাবেক অধিনায়কের মতে দলটির ব্যর্থতার মূল কারণ সমন্বয়হীনতা, ৫৮, ৭০ রানে অলআউট হওয়া অবশ্যই লজ্জার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরশু ক্রিকেটারদের খেলা দেখে মনে হয়েছে দলের সবার মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু ক্রিকেটাররা হয়তো বুঝতে পারছেন না তাদের উইকেটের মূল্য কতটুকু। জিততে হলে অবশ্যই দলের সবার মধ্যে বোঝাপড়াটা থাকতে হবে।’ প্রথম ম্যাচে জিততে জিততে হেরে যাওয়া এবং কাল ৭০ রানে অলআউটের লজ্জায় ডোবার জন্য ক্রিকেটারদের চেয়ে বেশি টিম ম্যানেজম্যান্টে অপরিপক্বতাকে দোষারোপ করেছেন সাবেক অধিনায়ক, ‘আমি কোনোভাবেই বুঝে উঠতে পারছি না ধীরগতির উইকেটে চারজন ওপেনার খেলানোর যৌক্তিকতাকে। ধীরগতির উইকেটে যেখানে স্পিনারদের খেলানো উচিত, সেখানে চারজন ওপেনার নিয়ে একাদশ সাজানোর কারণ আমার মাথায় আসছে না। আমি মনে করি এই অপরিকল্পনার জন্যই ব্যাকফুটে চলে এসেছে দল।’ কাল বাংলাদেশ শেষ ৭ উইকেট হারায় মাত্র ১৩ রানে। এর আগে গত জুনে ভারতের বিপক্ষে ১৪ রানে হারিয়েছিল ৭ উইকেট। শুক্রবার তামিম ইকবাল ছাড়া বাকি ১০ ব্যাটসম্যানের মধ্যে কেউই দুই অংকের রান করতে পারেননি।
গত ডিসেম্বর থেকে টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে হারের চক্করে ঘুরছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ড্র এবং টি-২০ বিশ্বকাপে দুটি ম্যাচ জেতা ছাড়া সাফল্য নেই বললেই চলে মুশফিকবাহিনীর। শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে পর্যন্ত টানা ১১টি ম্যাচ হেরেছে টাইগাররা। অবশ্য টানা হারের রেকর্ড এটা নয় মুশফিকদের। ১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত টানা ২৩ ওয়ানডে হেরেছিল বাংলাদেশ। সে মূল্যমানে এটা কিছুই নয়। কিন্তু যে দল ২০০৬ সালে ২৮ ম্যাচের ১৮টি জিতেছিল, যে দলের বিশ্বকাপে ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারানোর ইতিহাস রয়েছে, তাদের এরকম অসহায় আত্মসমর্পণ এখন কি আর মানায়?
১৯৮৬ সালে প্রথম ওয়ানডে খেলে বাংলাদেশ। প্রথম জয় পায় ১১ বছর পর ১৯৯৭ সালে। গত ২৮ বছর হেরেছেই বেশি। তবে জিতেছেও। হার-জিতের রেসে ২০০৩ সালের বিশ্বকাপের পর থেকে একটু একটু করে বদলে যেতে থাকে বাংলাদেশের ক্রিকেট। হার-জিতের মধ্যেই ধীরে ধীরে রূপ নিতে থাকে ‘টিম বাংলাদেশ’ হয়ে। ২০১২ সালের এশিয়া কাপের ফাইনাল খেলা দল ২০১২ ও ২০১৩ সালে ১৮ ওয়ানডেতে ১০টিতেই জিতেছে। সেই দলের টানা ১১ হার! অবিশ্বাস্য! হারতে হারতে ক্রিকেটারদের মানসিকতা ও আÍবিশ্বাস এখন আটলান্টিকের তলানিতে!
এমন যাচ্ছেতাই পারফরম্যান্সে প্রশ্ন উঠছে ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে। বলাবলি করছে ক্রিকেট কি তাহলে উল্টো পথে হাঁটছে?
শিরোনাম
- ভারতের কড়া সমালোচনা করলেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা
- চট্টগ্রামে জাহাজ থেকে পা পিছলে নিখোঁজ ১
- আড়াইহাজারে সড়কে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার
- সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী গ্রেফতার
- নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
- পাকিস্তান নাম প্রত্যাহার করায় এশিয়া কাপ হকিতে বাংলাদেশ
- সিলেটে ময়লার স্তুপ থেকে বন্দুক উদ্ধার
- এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা ‘বাড়ানোয়’ জার্মানিকে দায়ী করেছে চীন
- সাবেক এমপি অপু দুই দিনের রিমান্ডে
- যে কারণে আলাস্কা থেকে রাশিয়ায় নেওয়া হলো পুতিনের ‘মল’!
- সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম
- সীতাকুণ্ডে পৃথক দুটি স্থানে দুইজনের মরদেহ উদ্ধার
- সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা
- ইবির শিক্ষক-শিক্ষার্থীসহ ৬১ জনকে শাস্তির সুপারিশ
- বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত
- ইউজিসি সদস্য হিসেবে ড. আইয়ূব ইসলামের যোগদান
- রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- দিনাজপুরে ৭ গ্রামের মানুষের ৩০ বছর ধরে সেতুর অপেক্ষা
- বরিশালে ইন্টার্ন চিকিৎসকের ২৪ ঘন্টার আল্টিমেটাম, শিক্ষার্থীদের ক্লাস বর্জন
- প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
উল্টো পথে টাইগাররা!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর