এশিয়ান গেমস ফুটবলে গ্রুপিং চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ খেলবে বি গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে উজবেকিস্তান, আফগানিস্তান ও হংকং। পারফরম্যান্সের বিচারে অনেকে বলেছেন, বাংলাদেশ শক্তিশালী গ্রুপে পড়েছে। তাই কোনো ম্যাচে জেতার সম্ভাবনা নেই। অর্থাৎ গ্রুপ পর্ব খেলেই মামুনুলদের ফিরে আসতে হবে। জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক তা মানতে নারাজ। বলেন, গ্রুপে জয়ের সম্ভাবনা রয়েছে। র্যাঙ্কিংয়ের দিক দিয়ে আমরা হয়তো পিছিয়ে আছি। তাই বলে পারফরম্যান্সে আকাশ-পাতাল পার্থক্য দেখছি না। গ্রুপে টপ ফেবারিট অবশ্যই উজবেকিস্তান। কিন্তু এশিয়ার শক্তিশালী দলের মধ্যে তারা নেই। বিশ্বকাপ বাছাই পর্ব বা এশিয়ান চ্যাম্পিয়নশিপে তাদের ফলাফল সুখকর নয়। সেক্ষেত্রে উজবেকের সঙ্গে পারবই না তা ভাবাটা ঠিক হবে না। আর আফগানিস্তান কিংবা হংকং এই দুই প্রতিপক্ষকে আমি সমমানের দলই বলব। মানিক বলেন, কঠিন গ্রুপ বলা হচ্ছে মূলত আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিক ব্যর্থতার জন্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যর্থতা ঝেড়ে ফেলে এশিয়ান গেমসে ছেলেরা ভালো খেলতে পারলে পরবর্তী রাউন্ডে যাওয়াটা কঠিন কোনো কাজ মনে করছি না। দেখেন প্রতিপক্ষ যদি দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান বা এশিয়ার অন্য শক্তিশালী দেশ থাকত তাহলে এমন কথা বলতাম না। কিন্তু গ্রুপে যে তিন প্রতিপক্ষকে পেয়েছি তাতে আমি আশাবাদী। ছেলেরা অনুশীলনের ভালো সময় পেয়েছে। নেপালের বিপক্ষে দুটো প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। শুনেছি কোরিয়াতে যাওয়ার আগে মালয়েশিয়া বা থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলবে। সত্যি যদি তাই হয় তবে আমি বলব বাফুফে এবার প্রস্তুতির কোনো ঘাটতি রাখেনি। তবে চূড়ান্ত দল গঠন নিয়ে আমার কিছু কথা রয়েছে। এক্ষেত্রে জামাল ভূইয়ার নামটি বলব। প্রাথমিক স্কোয়াডে যাদের ডাকা হলো পেশাদার লিগে তাদের পারফরম্যান্স বিচার করে। কিন্তু জামাল কী এতই উন্নতমানের ফুটবলার যার পারফরম্যান্স দেখার প্রয়োজন মনে করেননি। এ অবস্থায় তাকে চূড়ান্ত দলে নেওয়াটা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে অন্তত আমার কাছে প্রশ্ন দেখা দিয়েছে। বাকি বাছাই ঠিকই আছে। তবে সিনিয়র খেলোয়াড় হিসেবে এমিলিকে বিবেচনা করা যেত। হ্যাঁ, প্রত্যাশার কথা বলছি ঠিকই। কিন্তু ছেলেদের মাঠে সেরা খেলাটা খেলতে হবে। সবাই মিলে ভালো খেললে জয় না হোক উজবেককে ড্র’র মাধ্যমে রুখে দেওয়া সম্ভব। আর আফগানিস্তান বা হংকংয়ের বিপক্ষে জেতাটা কঠিন কিছুই নয়। এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দল অংশগ্রহণ করে। লক্ষ্য করলে দেখবেন বাংলাদেশে যারা সুযোগ পেয়েছে তারা অধিকাংশ জাতীয় দলের ফুটবলার। ওয়াহেদ, মামুনুল, সজিবরা যদি অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেরা খেলাটা খেলতে পারে তাহলে পদক না আসুক পরবর্তী রাউন্ডে ওঠার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ যদি পরবর্তী রাউন্ডে যেতে পারে তাহলে এটা শক্তির টনিক হিসেবে কাজ করবে। এ থেকে ফুটবলে যে দুদর্শা চলছে তা দূর হওয়ার পথ দেখাবে। জাতীয় দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদও বেশ আশাবাদী। তিনি বলেন, উজবেকিস্তান কিছুটা শক্তিশালী হলেও আফগানিস্তান বা হংকংকে ভয় পাওয়ার কিছু নেই। হতে পারে আফগানরা এখন সাফে সেরা দল। হংকংয়ের বিপক্ষেও শেষ ম্যাচে ফলাফল সুখকর নয়। কিন্তু বাংলাদেশ দলে যারা খেলবে এবং যে প্রস্তুতি নিয়ে যাচ্ছে তাতে সেরা খেলাটা খেলতে পারলে গ্রুপে দুই ম্যাচই জেতা সম্ভব। আন্তর্জাতিক ফুটবলে আমাদের খারাপ করার মূল কারণই হচ্ছে সহজ সহজ গোলের সুযোগ নষ্ট করা। খেলোয়াড়রা কেন জানি মাঠে স্নায়ু চাপে ভুগছে। বলা হচ্ছে অনূর্ধ্ব-২৩ দল। বাস্তবে কিন্তু এশিয়ান গেমসে বাংলাদেশ জাতীয় দলই অংশ নিচ্ছে। সুতরাং অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো খেলতে পারলে আফগানিস্তান ও হংকংকে যেমন হারানো সম্ভব তেমনিভাবে উজবেককেও রুখে দেওয়া অসম্ভব কিছুই নয়। তাই গ্রুপে প্রতিপক্ষ হিসেবে যে তিন দেশকে পাওয়া গেছে তারা কেউ এশিয়ার শক্তিশালী দল নয়। এই আÍবিশ্বাস নিয়ে মাঠে খেলতে পারলে আমার বিশ্বাস এশিয়ান গেমস ইতিহাসে সবচেয়ে ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে।
শিরোনাম
- গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব পেয়েছে হামাস: ফিলিস্তিনি কর্মকর্তা
- চাঁদপুরে ভোক্তার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
- ভারতের কড়া সমালোচনা করলেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা
- চট্টগ্রামে জাহাজ থেকে পা পিছলে নিখোঁজ ১
- আড়াইহাজারে সড়কে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার
- সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী গ্রেফতার
- নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
- পাকিস্তান নাম প্রত্যাহার করায় এশিয়া কাপ হকিতে বাংলাদেশ
- সিলেটে ময়লার স্তুপ থেকে বন্দুক উদ্ধার
- এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা ‘বাড়ানোয়’ জার্মানিকে দায়ী করেছে চীন
- সাবেক এমপি অপু দুই দিনের রিমান্ডে
- যে কারণে আলাস্কা থেকে রাশিয়ায় নেওয়া হলো পুতিনের ‘মল’!
- সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম
- সীতাকুণ্ডে পৃথক দুটি স্থানে দুইজনের মরদেহ উদ্ধার
- সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা
- ইবির শিক্ষক-শিক্ষার্থীসহ ৬১ জনকে শাস্তির সুপারিশ
- বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত
- ইউজিসি সদস্য হিসেবে ড. আইয়ূব ইসলামের যোগদান
- রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- দিনাজপুরে ৭ গ্রামের মানুষের ৩০ বছর ধরে সেতুর অপেক্ষা