২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটে দুইবার ১০০ রানের নিচে আউট হয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ রানে আউটের রেকর্ডস গড়েছিল টাইগাররা। সেই ধাক্কা সামলে ওই আসরেই হারিয়েছিল ইংল্যান্ডকে। বিশ্বকাপের ওই ম্যাচ দুটি এতদিন রয়ে গিয়েছিল স্মৃতির খেরো খাতায়। সেই লজ্জা ফের ফিরে এল তিন বছর পর। চলতি বছর মাত্র চার ম্যাচের মধ্যে দুই দুইবার ১০০ নিচে অলআউট হলো টাইগাররা। জুনে ভারতের বিপক্ষে ৫৮ এবং শুক্রবার ক্যারিবীয়দের বিপক্ষে ৭০ রানের অলআউটের লজ্জায় ডুবেছেন মুশফিকরা। এমন ছন্নছাড়া পারফরম্যান্সে ক্রিকেটারদের মানসিকতা যে একেবারেই তলানিতে, গ্রেনাডার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমের ভাবলেশহীন অবয়বেই ফুটে উঠেছে তা। নড়বড়ে মানসিকতা নিয়ে বাংলাদেশ আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামছে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। ম্যাচটি যেমন মুশফিকদের হোয়াইটওয়াশ এড়ানোর, বিপরীতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের হোয়াইটওয়াশ উৎসব পালনের। এমন কঠিন সমীকরণের ম্যাচে মুশফিকরা কি পারবেন সবকিছুকে পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে?
শ্রীলঙ্কা, এশিয়া কাপ এবং ভারতের বিপক্ষে টানা হারের ধাক্কা নিয়ে মুশফিকরা উড়ে যান ওয়েস্ট ইন্ডিজ। সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ বড় ব্যবধানে জেতায় মনে হয়েছিল নতুন কোচিং স্টাফের অধীনে চাঙ্গা হয়ে উঠেছে টাইগাররা। প্রথম ওয়ানডেতে ধীরগতির উইকেটে ২১৭ রান এবং এনামুলের সেঞ্চুরি সেই বিশ্বাসকে আবার শক্ত ভিতও দেয়। এরপর ৩৪ রানে ৫ উইকেট তুলে আÍবিশ্বাসী মনে হচ্ছিল মুশফিকবাহিনীকে। কিন্তু নিজেদের ভুলে জেতা ম্যাচটি হেরে যান মুশফিকরা। তখন মনে হয়েছিল দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকদের আরও তরতাজা মনে হবে। বোলিং ও ফিল্ডিংয়ে তাই মনে হয়েছে। কিন্তু ব্যাটিংয়ে নামার পরই সবকিছু পাল্টে যায় ভোজবাজির মতো। লড়াইয়ের মানসিকতা হারিয়ে অসহায় আত্মসমর্পণ করেন রবি রামপাল, কেমার রোচ ও সুনিল নারাইনদের বোলিংয়ে কাছে। ২৪.৪ ওভারে প্যাকেট হয়ে যায় মাত্র ৭০ রানে। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বনিু এবং দেশের বাইরে সর্বনিু স্কোর। আগের সর্বনিু স্কোর ছিল ৭৪। শুক্রবার বিধ্বস্ত হওয়ার মিছিলে দুই অংকের রান করেন একমাত্র তামিম ইকবাল। বাকি ১০ ব্যাটসম্যানের মিলিত রান ছিল ২৮! ব্যাটসম্যানদের এমন নাজুক হাল দেখে হতাশ অধিনায়ক মুশফিক। ২৪৮ রানের টার্গেটে যে ক্ষুধা থাকা উচিত ব্যাটসম্যানদের, তার ছিটেফোঁটা ছিল না ব্যাটসম্যানদের মধ্যে। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক তাই বললেন মাথা নিচু করে, ‘কোনো ব্যাটসম্যানই চেষ্টা করেননি ভালো খেলার। বড় কথা হচ্ছে বাজে ব্যাটিং করলে আপনাকে দোষ নিতেই হবে। ক্রিকেটাররা যদি সবাই দেশের কথা মাথা রেখে খেলেন, তাহলে অবশ্যই টার্গেটের কাছাকাছি পৌঁছানো সম্ভব। দেশের কথা ভেবে খেললে অবশ্যই পরের ম্যাচে (আজ শেষ ওয়ানডে) অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে ভালো করা সম্ভব।’ লজ্জার হাত থেকে বাঁচতে আজ একাদশে দুটি পরিবর্তন আনার কথা ভাবছেন টিম ম্যানেজম্যান্ট। ইমরুল কায়েশ ও শামসুর রহমান শুভকে বসিয়ে খেলানো হতে পারে মো. মিঠুন ও মুমিনুল হক সৌরভকে। দুই ক্রিকেটার খেললে পরিবর্তন আসবে ব্যাটিং অর্ডারেও। ওয়ান ডাউনে মিঠুন এবং মুমিনুল পাঁচে ব্যাটিং করবেন। অধিনায়ক একধাপ এগিয়ে ব্যাট করতে নামবেন চারে। এই পরিবর্তনে যদি ফল আসে, জয় পায় বাংলাদেশ, তাহলে টানা ১১ ম্যাচের ধাক্কা সামলে ৫-৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট খেলতে নামতে পারবেন টাইগাররা। অবশ্য টানা ম্যাচে হারের রেকর্ড বাংলাদেশের ২৩টি। ১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত টানা ২৩টি ওয়ানডে হেরেছিল টাইগাররা।
শেষ ওয়ানডে এবং সফরের একমাত্র টি-২০ ম্যাচ খেলতে গ্রেনাডা ছেড়ে গতকালই ক্রিকেটাররা পৌঁছান সেন্ট কিটসে। ওয়ার্নার পার্কে ক্যারিবীয়দের মুখোমুখি হওয়ার আগে এখন পর্যন্ত ৫৬টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশে। হেরেছে ৩৯টি এবং জিতেছে ১৬টি। হোয়াইটওয়াশ ২৮টি। আজ যদি হেরে যায়, তাহলে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হবে চতুর্থবারের মতো। এই ম্যাচের আগে দুই দলের ২৭ লড়াইয়ে ১৮টিতে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ জিতেছে ৭টি। দুটি ভেসে গেছে বৃষ্টিতে।
শিরোনাম
- গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব পেয়েছে হামাস: ফিলিস্তিনি কর্মকর্তা
- চাঁদপুরে ভোক্তার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
- ভারতের কড়া সমালোচনা করলেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা
- চট্টগ্রামে জাহাজ থেকে পা পিছলে নিখোঁজ ১
- আড়াইহাজারে সড়কে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার
- সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী গ্রেফতার
- নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
- পাকিস্তান নাম প্রত্যাহার করায় এশিয়া কাপ হকিতে বাংলাদেশ
- সিলেটে ময়লার স্তুপ থেকে বন্দুক উদ্ধার
- এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা ‘বাড়ানোয়’ জার্মানিকে দায়ী করেছে চীন
- সাবেক এমপি অপু দুই দিনের রিমান্ডে
- যে কারণে আলাস্কা থেকে রাশিয়ায় নেওয়া হলো পুতিনের ‘মল’!
- সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম
- সীতাকুণ্ডে পৃথক দুটি স্থানে দুইজনের মরদেহ উদ্ধার
- সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা
- ইবির শিক্ষক-শিক্ষার্থীসহ ৬১ জনকে শাস্তির সুপারিশ
- বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত
- ইউজিসি সদস্য হিসেবে ড. আইয়ূব ইসলামের যোগদান
- রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- দিনাজপুরে ৭ গ্রামের মানুষের ৩০ বছর ধরে সেতুর অপেক্ষা
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ
শেষ ওয়ানডে আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর