বাংলাদেশ ক্রিকেটের রূপকার বলা হয় তাকে। দেশের ক্রিকেট যে আজকের অবস্থানে, সেটা নাকি তার ব্যাটে ভর করেই এসেছে। আইসিসি ট্রফিতে নেদারল্যান্ডসের বিপক্ষে আকরাম খানের অতিমানবীয় ইনিংসেই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। এরপর আর পেছনে ফিরে তাকায়নি। ওয়ানডে, টেস্ট স্ট্যাটাস সব পেয়েছে। একসময় ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক। এখন ক্রিকেট বোর্ডের পরিচালক। তার সঙ্গীর আর দুই সাবেক অধিনায়ক। সবাইকে নিয়ে দেশের ক্রিকেটের মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। তবে দলের বর্তমান পারফরম্যান্সে হতাশ আকরামের বিশ্বাস দ্রুতই এমন অবস্থার পরিবর্তন আসবে।
বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স এমন কেন?
আকরাম : দলের এমন পারফরম্যান্সে খুব খারাপ লাগছে। আশা করেছিলাম প্রথম ওয়ানডে হারলেও ভালো করবে বাংলাদেশ। আমাদের ক্রিকেটের যে মান, তার চেয়ে অনেক খারাপ খেলছি আমরা। খেয়াল করলে দেখবেন দুই ম্যাচে ব্যাটিং খারাপ হলে একটিতে ভালো হচ্ছে। বিষয়টা মাথায় রেখে কাজ করছেন সবাই। ক্রিকেটাররাও কষ্ট করছেন। তবে যে জিনিসটা আমার নজরে এসেছে, সেটা হচ্ছে ব্যাটসম্যানদের ভালো খেলার আগ্রহ কম। কোনো রকমের চিন্তা ভাবনা না করেই শুরু থেকে চ্যালেঞ্জে যাচ্ছে। এভাবে রান করা কঠিন। ভালো করতে হলে লম্বা ইনিংস খেলতে হবে ব্যাটসম্যানদের।
টানা হারছে। বাংলাদেশের ক্রিকেটে কি এটা বড় ব্যর্থতা?
এরকম খেলার কথা নয় আমাদের। নিজেদের মান অনুযায়ী খেলতে পারছি না। টানা হার অবশ্যই দলের ব্যর্থতা। লুকানোর কিছু নেই। এখান থেকে বেরিয়ে আসতেই হবে। সত্যি বলতে বোলিং ও ফিল্ডিং ভালো হলেও ব্যাটিংয়ে ব্যর্থ হচ্ছি।
মুশফিকের অভিযোগ অনিশ্চয়তায় ভোগায় ক্রিকেটাররা পারফর্ম করতে পারছেন না?
এমন অবস্থা সব দেশে সব সময় থাকে। কেউ পারফর্ম না করলে খেলার সুযোগ পাবে না। এটাই স্বাভাবিক। আমাদের দলে যারা খেলছেন এখন, তারা ভালো খেলেই সুযোগ পেয়েছেন। দল যাতে ভালো করে, সেজন্য নির্বাচকদের স্বাধীনতা দেওয়া হয়েছে। বোর্ড দেখছে শুধু ব্যবস্থাপনা। হাই প্রোফাইল কোচ, নির্বাচক, খেলোয়াড়-সবার জবাবদিহিতা থাকতে হবে। সিরিজ শেষে আমরা বসব এবং সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা করব।
নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর দলের এমন পারফরম্যান্স...
এমনটা ভাবা ঠিক নয়। অতীতে এই খেলোয়াড়রাই ম্যাচ জিতিয়েছেন। তামিম কিছুটা ফর্মে ফিরলেও নাসির, রিয়াদ, মুশফিক রান পাচ্ছেন না। দলের সেরা খেলোয়াড়রা যখন পাবেন না, তখন ভালো করা একটু কঠিনই।
লম্বা সময় ধরে খারাপ খেলা। কোথাও কোনো ভুল...
বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাসের লেভেল খুব দ্রুত উঠানামা করে। দুটি ম্যাচ ভালো খেললে আত্মবিশ্বাসের লেভেল খুব উপরে উঠে যায়। আবার দুটি ম্যাচে খারাপ খেললে লেভেল নিচে নেমে যায়। এর থেকে পরিত্রাণ পেতে দুইজন মনোবিদও এনেছি আমরা। তবে আমার বিশ্বাস. এই দলটা আবার ভালো খেলবে।
অনেকেই ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করেন...
আমরা হাই প্রোফাইল কোচ নিয়োগ দিয়েছি। আমরা চাচ্ছি দলের উন্নতি। মান যেন উপরের দিকে উঠে, সেজন্য আমরা চেষ্টা করছি। আমাদের চেষ্টা বাংলাদেশের ক্রিকেটকে উপরের দিকে নিয়ে যাওয়া। মনে রাখবেন, জবাবদিহিতা মানে সাসপেন্ড করা নয়। জবাবদিহিতার মাধ্যমে ক্রিকেটের উন্নতি করাই আমাদের উদ্দেশ্য।
শিরোনাম
- গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব পেয়েছে হামাস: ফিলিস্তিনি কর্মকর্তা
- চাঁদপুরে ভোক্তার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
- ভারতের কড়া সমালোচনা করলেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা
- চট্টগ্রামে জাহাজ থেকে পা পিছলে নিখোঁজ ১
- আড়াইহাজারে সড়কে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার
- সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী গ্রেফতার
- নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
- পাকিস্তান নাম প্রত্যাহার করায় এশিয়া কাপ হকিতে বাংলাদেশ
- সিলেটে ময়লার স্তুপ থেকে বন্দুক উদ্ধার
- এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা ‘বাড়ানোয়’ জার্মানিকে দায়ী করেছে চীন
- সাবেক এমপি অপু দুই দিনের রিমান্ডে
- যে কারণে আলাস্কা থেকে রাশিয়ায় নেওয়া হলো পুতিনের ‘মল’!
- সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম
- সীতাকুণ্ডে পৃথক দুটি স্থানে দুইজনের মরদেহ উদ্ধার
- সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা
- ইবির শিক্ষক-শিক্ষার্থীসহ ৬১ জনকে শাস্তির সুপারিশ
- বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত
- ইউজিসি সদস্য হিসেবে ড. আইয়ূব ইসলামের যোগদান
- রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- দিনাজপুরে ৭ গ্রামের মানুষের ৩০ বছর ধরে সেতুর অপেক্ষা
ব্যাটসম্যানদের ভালো খেলার আগ্রহ কম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর