অদ্ভুত ব্যাটিং স্ট্যান্স। ক্রিজে দাঁড়ান একেবারে আড়াআড়ি। এমন বিশ্রী স্ট্যান্সের ব্যাটসম্যান এর আগে কেউ কখনো দেখেছেন কি না, জোর গলায় বলতে পারবেন না। ইতিহাস ঘেঁটেও বের করা দুষ্কর। অথচ গত দুই দশক ধরে কি অদ্ভুত স্ট্যান্সে ব্যাটিং করে শাসন করে চলেছেন শিবনারায়ণ চন্দর পল। বয়স ৪০ পেরিয়েছে কিন্তু ব্যাটিং করছেন টগবগে তরুণের মতো। ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক ৫০০ নম্বর টেস্টেও কাল খেললেন তারুণ্যময় এক ইনিংস। তার ইনিংসেই বিপর্যয় এড়িয়ে লড়াকু স্কোর গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। সুযোগ থাকা সত্ত্বেও সতীর্থদের সহায়তার অভাবে স্যার ডন ব্রাডম্যানকে টপকাতে পারলেন না চন্দর পল। ২৯ সেঞ্চুরি করে দুজনই এখন পাশাপাশি। কিংসটাউন টেস্টেও অসি লিজেন্ডকে পেছনে ফেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ইনিংস ঘোষণায় সুযোগ হাতছাড়া হয়। সেন্ট লুসিয়ায় কাল চেয়েও পারেননি। বিশ্বের সর্ব জ্যেষ্ঠ ক্রিকেটার অপরাজিত থাকেন ৮০ রানে। আসলে তাকে সুযোগ দেননি বাংলাদেশের বোলাররা। প্রথমদিন নখদন্তহীন পারফরম্যান্সের পর কাল ঘুরে দাঁড়ান আল-আমিন, রবিউল ইসলামরা। তুলে নেন ৭ উইকেট। টাইগার বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে আগের দিনের ৩ উইকেটে ২৪৬ রান তোলা স্বাগতিকদের ইনিংস থমকে যায় ৩৮০ রানে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ খেলতে নেমে বিনা উইকেটে ১২ রান করেছে।
১৯২৮ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ওয়েস্ট ইন্ডিজের। ৮৬ বছর আগে লিয়ারি কনস্টাইন, চার্লি গ্রিফিথরা যে পথ তৈরি করেছিলেন, সে পথেই হাঁটছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট। এই চলার পথে উত্তাল আটলান্টিক মহাসাগড়ের দ্বীপপুঞ্জটি উপহার দিয়েছে স্যার গ্যারি সোবার্স, স্যার ভিভিয়ান রিচার্ডস, স্যার ফ্র্যাঙ্ক ওরেল, স্যার রিচি রিচার্ডসন, ক্লাইভ লয়েড, ওয়েসলি হল, অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং, ম্যালকম মার্শাল, কোর্টলি ওয়ালশ, কার্টলিঅ্যামব্রোস, ব্রায়ান লারা, শিবনারায়ণ চন্দও পলদের মতো তারকা ক্রিকেটার। এত তারকা ক্রিকেটারের জন্ম দেওয়া ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক ৫০০তম টেস্টের প্রতিপক্ষ আবার বাংলাদেশ। ভেন্যু সেন্ট লুসিয়ার মতো দ্বীপপুঞ্জের ইতিহাসের পাতায় স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে বাংলাদেশও।
২০০৩ সালে অভিষেক সেন্ট লুসিয়ার বোশেজর স্টেডিয়ামের। চলমানটিসহ এখানে টেস্ট হয়েছে চারটি। আগের তিনটিতে হারেনি কোনো দল। ইতিহাসের এমন জ্বলজ্যান্ত সাক্ষ্যে টেস্ট ড্রয়ের স্বপ্ন দেখতেই পারেন মুশফিকুর রহিমরা! ড্র হয়েছিল ১১ বছর আগে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কার অভিষেক টেস্টটি। লারা আবার ডাবল সেঞ্চুরি (২০৯) করেছিলেন ওই টেস্টে। সেন্ট লুসিয়ায় এটাই এখন পর্যন্ত একমাত্র ডাবল সেঞ্চুুরি। লারা এরপরও আরেকটি সেঞ্চুরি করেন। ভারতের বিপক্ষে ড্র ম্যাচে খেলেন ১২০ রানের ইনিংস। সেঞ্চুরি করেছিলেন ভারতের রাহুল দ্রাবিড়ও। দ্রাবিড়ের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৫৮৮ রান করেছিল ভারত। যা এই মাঠের সর্বোচ্চ স্কোর। বাংলাদেশের বিপক্ষে এর আগে ক্যারিবীয়দের সর্বোচ্চ স্কোর ছিল ৩৫২। ২০০৪ সালের ওই টেস্টে ১৪১ রানের ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। অবশ্য হাবিবুল বাশার (১১৩) ও মোহাম্মদ রফিকের (১১১) সেঞ্চুরিতে ৪১৬ রান করেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যা সর্বোচ্চ স্কোর বাংলাদেশের।
সেন্ট লুসিয়ায় এ পর্যন্ত সেঞ্চুরি হয়েছে ১১টি। যার ৪টি করেছেন স্বাগতিক ব্যাটসম্যানরা। বাংলাদেশ ও ভারতের ব্যাটসম্যানরা করেছেন ৩টি করে এবং শ্রীলঙ্কার পক্ষে একমাত্র সেঞ্চুরিটি করেন মারভান আতাপাত্তু। ব্যাটসম্যানদের স্বর্গ সেন্ট লুসিয়ার ব্যক্তিগত সেরা বোলিং ক্যারিবীয় ফাস্ট বোলার কোরি কলিমোরের। শ্রীলঙ্কার বিপক্ষে ৬৬ রানে নিয়েছিলেন ৫ উইকেট। বাংলাদেশের সেরা বোলিং মুশফিকুর রহমান বাবুর, ২০০৪ সালে ৬৫ রানে নিয়েছিলেন ৪ উইকেট।
শিরোনাম
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
- হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া শেষ
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
- খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের
- স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
- ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
- জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম
- এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
সেন্ট লুসিয়া টেস্ট
অবশেষে জ্বলে উঠলেন আল-আমিনরা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর