কাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ সভাপতি পদে নির্বাচন। দুটি সহ সভাপতি পদের জন্য নির্বাচন করছেন নাজিব আহমেদ, আ জ ম নাছির ও মাহাবুবুল আলম। গতকাল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। কিন্তু কোনো প্রার্থীই প্রার্থিতা প্রত্যাহার করেননি। তাই জমে উঠেছে বিসিবির সহ সভাপতি পদের নির্বাচন।
৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিক্রয় শুরু হয়। মোট ৫জন আগ্রহী প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন। নির্বাচনে টিকে থাকা উপরোক্ত তিন প্রার্থী ছাড়া বাকি দুজন ছিলেন এনায়েত হোসেন সিরাজ ও মনজুর কাদের। ১১ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল। তিনজন জমা দিলেও মঞ্জুর ও সিরাজ জমা দেননি। গতকাল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। অনেকেই মনে করেছিলেন, তিন প্রার্থীর কোনো একজন প্রত্যাহার করবেন। কিন্তু কেউই প্রত্যাহারের আগ্রহ প্রকাশ করেননি। বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন জানান, 'মনোনয়নপত্র কেউ প্রত্যাহার করেননি। তাই তিন জনের মধ্যেই নির্বাচন হবে।'
নির্বাচন হবে ১৬ সেপ্টেম্বর বিসিবির পরিচালনা পর্ষদের সভার দিন। বিকাল ৪টায় সভা শুরু হবে। আধঘণ্টা পর বিকাল সাড়ে ৪টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সভায় উপস্থিত পরিচালকরা সরাসরি ভোট দিবে। যারা অনুপস্থিত থাকবেন, তারাও ভোট দিতে পারবেন। তাদের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত। সহ সভাপতি নির্বাচিত করতে ভোট দিবেন ২৬ পরিচালক। এরমধ্যে রয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। বিসিবির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী পরিচালকের সংখ্যা ২৭। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় পরিচালক হয়েছিলেন নাজমুল। তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় তার জায়গা শূন্য হয়ে পড়েছে। এনএসসি এখনো এই পদ পূরণ করেনি। যদিও শোনা যাচ্ছে এ পদে সাবেক পরিচালক ও অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর নাম।
বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত বছরের ২০ অক্টোবর। দীর্ঘ এক বছর বিসিবি দুই সহ সভাপতি ছাড়াই কার্যক্রম পরিচালনা করেছে। এরমধ্যে বিসিবি টি-২০ বিশ্বকাপ, এশিয়া কাপ, টেস্ট সিরিজ আযোজন করেছে। কিন্তু কোথাও সমস্যার মুখোমুখি হয়নি। অবশ্য সহ সভাপতি পদে নির্বাচনের আজে নাজমুল হাসান পাপন বাংলাদেশের প্রথম সভাপতি নির্বাচিত হন পরিচালকদের সরাসরি ভোটে।