এবার ইন্টারন্যাশানল টেনিস প্রিমিয়ার লিগ (আইটিপিএল)-এ নাম লেখালেন কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার। মহেশ ভূপতির টিম ইন্ডিয়ার হয়ে খেলবেন এই সুইস তারকা। নিজেই ট্যুইট করে এই খবর জানিয়েছেন ভূপতি।
তারকাখচিত ভারতীয় দলে ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক ফেডেরার ছাড়াও খেলবেন পিট সাম্প্রাস, মনফিলস, আনা ইভানোভিচ, রোহন বোপান্না ও সানিয়া মির্জার মতো হাই-প্রোফাইল তারকারা। আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই চার দলীয় টুর্নামেন্ট। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।
ভারত ছাড়াও এই টুর্নামেন্টের বাকি তিন দল ফিলিপিন্স, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরশাহি। তবে শারীরিক কারণে এই প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।