২০০২ সালে ফুটবল লিগে শেষবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। কিন্তু জুনিয়র বিভাগে ঠিকই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। এর আগে অনূর্ধ্ব-১৬ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার অনূর্ধ্ব ১৮ ফুটবলে অপরাজিতভাবেই ফাইনালে উঠেছে। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে তারা লড়বে গোপীবাগের ক্লাব ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। গ্রুপ পর্বেও দুই দল একে অপরের বিরুদ্ধে লড়েছিল। ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছিল। আজ ফাইনাল বলে নির্ধারিত সময় ড্র হলেও অতিরিক্ত সময় বা টাইব্রেকারে ফলাফল নিষ্পত্তি হবে। কে জিতবে আজ শিরোপা-মোহামেডান না ব্রাদার্স? উল্লেখ্য ফুটবল আসরে দুই দল ফাইনাল খেলেছিল ১৯৯২ সালে। সেবার ব্রাদার্স টাইব্রেকারে মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপ জয় করেছিল।