সাংবাদিক দেলোয়ার হোসেন হত্যকাণ্ডের মূল পরিকল্পনাকারী ইব্রাহীম খলিলসহ হত্যাকাণ্ডে অংশ নেওয়া আরও চারজনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল ভোরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারকৃত অন্যরা হলো- জাহাঙ্গীর (৩২), কালাম (৪৫), মনির হোসেন (২৬) ও আব্বাস আলী (৪৪)। গত ২৮ মার্চ রাতে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের নয়াপুর এলাকায় খুন হন দেলোয়ার। মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিলিং মিশন শেষ করে দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে গ্রেফতারকৃতরা। র্যাব জানিয়েছে, জমি সংক্রান্ত ও ব্যবসায়িক বিরোধের জেরে খুন হন নারায়ণগঞ্জের সাংবাদিক দেলোয়ার হোসেন। স্থানীয় ইব্রাহীম খলিলের পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুর্বৃত্তরা তিন দিন কিলিং মিশন সম্পন্ন করতে ব্যর্থ হয়। চতুর্থ দিন ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা দেলোয়ারকে খুন করে। গতকাল র্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান বলেন, ব্যবসা সংক্রান্ত বিষয়ে প্রথমে স্থানীয় ইব্রাহীম খলিলের সঙ্গে তার বিরোধ ঘটে। পরবর্তীতে সোনারগাঁ এলাকার দেওভোগ গ্রামে গ্যাসের সংযোগ দেওয়া নিয়ে এলাকার জাহাঙ্গীর, আব্বাস, আসাদ এবং মতিন ঠিকাদারের সঙ্গে বিরোধ সৃষ্টি হলে তারা সবাই একজোট হয়ে সাংবাদিক দেলোয়ারকে হত্যার পরিকল্পনা করে। উইং কমান্ডার হাবিবুর জানান, হত্যাকাণ্ডে ৭-৯ জন অংশ নিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে প্রথমে ইব্রাহীম খলিল ও জাহাঙ্গীর হোসেন পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাকিদের সাইনবোর্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। সংবাদ সম্মেলনে নিহত সাংবাদিক দেলোয়ারের স্ত্রী রেহেনা আক্তার সাংবাদিকদের বলেন, তিনি তার ছেলে-সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। আসামি গ্রেফতারে সন্তোষ প্রকাশ করে এদের ফাঁসি দাবি করেন।
শিরোনাম
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
'পাঁচ মিনিটে শেষ হয় সাংবাদিক দেলোয়ার হত্যার মিশন'
নারায়ণগ&
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর