চার বছর আগে বিশ্বকাপ ক্রিকেটের সহ-আয়োজক ছিল বাংলাদেশ। সেবার খেলার সুযোগ ছিল মাশরাফি বিন মর্তুজার। কিন্তু ইনজুরির সঙ্গে লড়াইয়ে পেরে না ওঠায় ব্যথাতুর মনে গ্যালারিতে বসে উপভোগ করেছিলেন প্রিয় দলের খেলা। নদীর বহমান স্রোতের মতো চার বছর পেরিয়ে আরও একটি বিশ্বকাপ দ্বারপ্রান্তে। সময়ের হিসাবে বাকি মাত্র ২০ দিন। এবারের ক্রিকেট মহাযজ্ঞে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাশরাফি। চার বছরের ব্যবধানে ক্রিকেট মহাযজ্ঞে খেলার কথা ভেবেই শিহরিত টাইগার অধিনায়ক। শুধুই কি টাইগার অধিনায়ক? ব্রিসবেন, মেলবোর্ন, অ্যাডিলেডে খেলার স্বপ্নে বিভোর সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাইজুল, আল-আমিন, মাহমুদুল্লাহ রিয়াদরাও। সেই স্বপ্ন নিয়েই মাশরাফিরা আজ রাতে ব্রিসবেনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন।
১৪ ফেব্রুয়ারি শুরু ক্রিকেটের সবচেয়ে বড় ও জমকালো আসর। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ আফগানিস্তান এবং ভেন্যু ক্যানবেরা। অথচ ২৫ দিন আগে আজ রাতে ঢাকা ছাড়ছেন মাশরাফিরা। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে কাল মিরপুর স্টেডিয়ামে ব্যস্ত সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। ক্রিকেটাররা বিশ্বকাপ খেলার জার্সি ও কিটস বুঝে নেন টিম ম্যানেজার, সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের কাছ থেকে।
অনুশীলন শেষে আজ রাত ৯টায় ঢাকা ছাড়ার আগে বিশ্রামেই কেটেছে ক্রিকেটারদের। তার পরও শিডিউল অনুযায়ী তাদের সবাই উপস্থিত ছিলেন মাঠে। অস্ট্রেলিয়ায় থাকায় শুধু ছিলেন না সাকিব আল হাসান। ক্রিকেট কিটস বুঝে নিতে কাল ক্রিকেটারদের কেউ স্টেডিয়ামে আসেন পাঞ্জাবি পরে। কারও পরিধানে ছিল জিন্স-টিশার্ট। সব ক্রিকেটারকে বিশ্বকাপের পাঁচ সেট জার্সি বুঝিয়ে দেন টিম ম্যানেজার। এ ছাড়াও অনুশীলনের জন্য দেওয়া হয়েছে পাঁচটি জার্সি ও চারটি করে ট্রাউজার।
কোয়ার্টার ফাইনাল টার্গেট- বৃহস্পতিবার অফিশিয়াল সংবাদ সম্মেলনে বলেছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি। তার মধ্যেও একটি কিন্তু রেখেছিলেন। জানিয়েছিলেন, স্বপ্ন তখনই সত্যি হবে, যখন প্রথম ম্যাচে শুভসূচনা হবে। কাল মিরপুর স্টেডিয়ামে বলেন, 'বিশ্বকাপ অনেক বড় আসর। এখানে খেলতে পারা স্বপ্নের মতো।' গত আসরে ইনজুরির জন্য খেলতে পারেননি। এবার অধিনায়ক। বিষয়টি ভাবতে ভালো লাগছে টাইগার অধিনায়কের, 'বিশ্বকাপ খেলাই যেখানে স্বপ্নের সেখানে দেশকে নেতৃত্ব দেওয়া- অনেক বড় কিছু। আমার জীবনের অন্যতম প্রাপ্তি এটা। তবে এটা ঠিক, বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়া অনেক কঠিন।'
অভিষেক টেস্টেই ৫ উইকেট নিয়ে প্রতিভার প্রমাণ রাখেন। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে এক ইনিংসে ৮ উইকেট নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবেন তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে হ্যাটট্রিক করে ইতিহাস রচনাকারী তাইজুল আজ রাতে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে দেশ ছাড়ছেন প্রায় আড়াই মাসের জন্য। অথচ যাওয়ার আগে দেখা করতে পারেননি মা-বাবার সঙ্গে। এ দুঃখ নিয়েই যাচ্ছেন ব্রিসবেন। মনে দুঃখ থাকলেও বিশ্বকাপ ক্রিকেটে খেলার ভাবনার সঙ্গে তুলনায় আনতে পারছেন না কোনো কিছুকে, 'অবরোধ-হরতালের জন্য বাড়ি যেতে পারিনি। মা-বাবাকে আসতে বলিনি। তাদের সঙ্গে দেখা না করেই অস্ট্রেলিয়া যাচ্ছি। অবশ্য প্রতিনিয়তই কথা হচ্ছে ফোনে। কিন্তু কষ্ট থেকেই যাচ্ছে। তবে সব কষ্ট ভুলে যাব যখন বিশ্বকাপের ম্যাচ খেলব। বিশ্বকাপে খেলার স্বপ্ন অনেক দিনের। স্বপ্ন বাস্তবায়ন হবে ভেবে শিহরিত।' তাইজুলের মতো প্রথমবার খেলবেন আরাফাত সানিও। এই বাঁ হাতি স্পিনারও উৎফুল্ল বিশ্বকাপ খেলার ভাবনায়, 'ছোটবেলা থেকেই দেখেছি বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে। তখন থেকেই স্বপ্ন দেখতাম বিশ্বকাপ খেলার। এবার সুযোগ পেয়েছি। কতটা আনন্দ লাগছে, তা ভাষায় প্রকাশ করতে পারব না। সুযোগ পেলে চেষ্টা থাকবে সেরাটা খেলার।'
মিরপুর স্টেডিয়ামে বাবার সঙ্গে আসেন পেসার তাসকিন আহমেদ। টিম ম্যানেজারের কাছ থেকে বিশ্বকাপ কিটস বুঝে নেওয়ার পর বাবাকে নিয়ে মসজিদে যান জুমার নামাজ পড়তে। নামাজ পড়েন সাবি্বর রহমান রুম্মন, টাইগার অধিনায়ক ও মাহমুদুল্লাহও। কিছু দিন আগেও শঙ্কা ছিল বিশ্বকাপ না খেলার। কিন্তু এখন দলের অন্যতম স্ট্রাইক বোলার তাসকিন। বিশ্বকাপে সেরা ১০ বোলারের একজন হওয়াই টার্গেট তাসকিনের, 'বিশ্বকাপ খেলব ভাবতেই আনন্দ পাচ্ছি। সুযোগ পেলে সেরাটা খেলার চেষ্টা করব। আমার টার্গেট বিশ্বকাপে সেরা ১০ বোলারের একজন হওয়া।' ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য বিশ্বকাপটাই ভেস্তে যেতে বসেছিল আল-আমিনের। পরীক্ষা দিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন ক্রিকেটে এবং খেলবেন বিশ্বকাপ। তাই আনন্দ একটু বেশিই আল-আমিনের, 'একসময় ভয় পেয়েছিলাম। কিন্তু এখন আনন্দ হচ্ছে বিশ্বকাপ খেলব ভেবে। সবার দোয়া চাই। চেষ্টা করব নিজেকে মেলে ধরতে।'
দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মাশরাফি। সবচেয়ে নতুন তাইজুল। মাশরাফি ও তাইজুলের মতো পুরো দলই মুখিয়ে আছে বিশ্বকাপে নিজেদের প্রমাণ করতে। সেই প্রমাণে আজ রাতে এমিরেটস এয়ারওয়েজে ঢাকা ছাড়ছেন মাশরাফিরা।