প্রথমে ভেবেছিলাম বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠেছে ভাগ্যের হাত ধরে। বৃষ্টির জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক পয়েন্ট পেল। আর স্কটল্যান্ড ও আফগানিস্তানকে হারাবে এটাই স্বাভাবিক। কেননা একটা টেস্ট খেলুড়ে দল আইসিসির সহযোগী সদস্য দেশের কাছে হারবে -এটা কেমন যেন বেমানান লাগে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়টা অসাধারণ এটা বলতেই হবে। কিন্তু অনেক ছোট দলই তো বড় দলের খারাপ দিনে এক দুইটা জয় পায়। তাই আমার মনে হয়েছিল, ইংলিশদের খারাপ দিনে বাংলাদেশ তাদের সামর্থের চেয়ে অনেক বেশি ভালো খেলেছে। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর আমার ধারণা সম্পূর্ণ পাল্টে গেছে। সত্যিই এ অন্য এক দল। এবারের আসরে যে নিউজিল্যান্ডের সঙ্গে কোনো দল প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি সেখানে বাংলাদেশ কিনা প্রায় জিতেই যাচ্ছিল। কী সাংঘাতিক তাদের পারফরম্যান্স। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং -তিন বিভাগেই ওরা অনেক ভালো করেছে। ওরা যখন ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল, তখনকার চেয়েও এই দলটা অনেক ভালো। অসাধারণ টিম পারফরম্যান্স। কী চমৎকার কম্বিনেশন! বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখে সত্যিই আমি মুগ্ধ, অভিভূত। যদিও কোয়ার্টার ফাইনালে আমি ভারতকেই এগিয়ে রাখবো। তবে সেমিফাইনাল খেলার সামর্থ্য রাখে বাংলাদেশও।