আলোচনা চলছিল অনেক আগে থেকেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে দেনা-পাওনা নিয়ে বনিবনা হচ্ছিল না। কিন্তু সব শেষ দুই বোর্ড মিলে সিদ্ধান্তে পৌঁছেছে- ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল।
এখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সফরসূচি ঘোষণা দেয়নি। তবে কাল বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বাংলাদেশ প্রতিদিনকে পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। এই সফরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-২০ খেলবে। খেলা মাঠে গড়াবে ১৭ এপ্রিল থেকে। এই সফরে চট্টগ্রামে কোনো ম্যাচ থাকছে না। তবে একটি টেস্ট হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। আর বাকি সব ম্যাচ হবে ঢাকায়।
পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে ক্রিকেটামোদীদের আগ্রহ অনেক বেশি। কেননা ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়েই ক্রিকেট বিশ্বের দৃষ্টি কাড়ে টাইগাররা। সেই ধারাবাহিকতায় ২০০০ সালের জুনে টেস্ট মর্যাদাও পেয়ে যায় বাংলাদেশ। কিন্তু সেই ৯৯-র পর পাকিস্তানকে আর হারাতে পারেনি লাল-সবুজরা। তবে ২০০৩ সালে মুলতান টেস্টে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। স্পিনার মোহাম্মদ রফিকের অতি ভদ্রতা, পাকিস্তান উইকেটরক্ষক রশিদ লতিফের ধুর্ততা এবং আম্পায়ারদের একের পর এক ভুল সিদ্ধান্তে হেরে যায় বাংলাদেশ। সব কিছু ঠিক থাকলে মুলতান টেস্টটা জিততে পারত টাইগাররা, তাহলে সেটিই হতো বাংলাদেশের প্রথম টেস্ট জয়! ২০১২ সালে ঘরের মাঠে এশিয়া কাপের ফাইনালেও পাকিস্তানকে প্রায় হারিয়ে দিয়েছিল সাকিব-মুশফিকরা। কিন্তু শেষ মুহূর্তে মাত্র ২ রানে হার মানতে হয়।
আগে যতবার পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ, মাঠে তারা আন্ডারডগ হিসেবেই ছিল। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের পর হিসাব-নিকাশ পাল্টে গেছে। এবার টাইগাররা ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ফেবারিট হিসেবেই মাঠে নামবে! অনেকের মনে হতেই পারে, ৯২-র চ্যাম্পিয়ন পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ফেবারিট, তা কি করে হয়! কিন্তু এবার বিশ্বকাপে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচগুলোর কথা ভাবুন তো! আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় দুটি না হয় বাংলাদেশের প্রাপ্যই ছিল। বৃষ্টি-ভাগ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচেও পয়েন্ট পাওয়া গেছে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ওই জয়টা? এই ইংল্যান্ড বিশ্বকাপের পূর্ব মুহূর্তে ভারতকে নাস্তানাবুদ করে ছেড়েছিল। সেই ইংলিশদের বিদায় করে দিয়েই টাইগাররা জায়গা করে নিয়েছিল কোয়ার্টার ফাইনালে। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে তুমুল লড়াই থেকেও অনেক কিছু বোঝা যায়।
রানার্সআপ এই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই পূর্বমুহূর্তে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তানিরা। তাছাড়া বিশ্বকাপের শেষ আটেও তো পাকিস্তান জায়গা পেয়েছে অনেকটা ভাগ্যের হাত ধরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে বৃষ্টি হানা না দিলে হয়তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতো তাদের। তাই বিশ্বকাপের পারফরম্যান্সের বিচারে এবার পাকিস্তানের চেয়ে কোনোক্রমেই পিছিয়ে থাকার কথা নয় বাংলাদেশের।
বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে চক্রান্তের শিকার হয়ে বাংলাদেশ হারলেও টাইগারদের আত্মবিশ্বাস এখন আকাশচুম্বী। অন্যদিকে বিশ্বকাপ শেষে ওয়ানডে ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন পাকিস্তানের দুই তারকা মিসবাহ্-উল হক ও শহীদ আফ্রিদি। দুই তারকার শূন্যতা পূরণ করা চাট্টিখানি কথা নয়। তাছাড়া নতুন অধিনায়ক আজহার আলির প্রথম সফর। তাই সব কিছু মিলে এই সফরে বাংলাদেশেরই এগিয়ে থাকার কথা। মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও বিশ্বাস করেন এবার বাংলাদেশ ভালো করবে। তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপে অনেক ভালো করেছে। তাই ক্রিকেটারদের মনোবল অনেক ওপরে। এবার পাকিস্তানের বিরুদ্ধে ভালো করা উচিত। আমার বিশ্বাস আগের চেয়ে ভালো করবে বাংলাদেশ।’
সব শেষ ২০১১ সালে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। ফিরতি সফরে ২০১২ সালে বাংলাদেশের যাওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে শেষ পর্যন্ত টাইগাররা আর পাকিস্তান সফরে যায়নি। সে কারণেই এবার বাংলাদেশ সফরকে ‘হোম সিরিজ’ হিসেবেই চিন্তা করেছি পাকিস্তান। তাই বিসিবিকে তারা এক নম্বর শর্ত দিয়েছিল এই, যা আয় হবে তার ৫০ শতাংশ দিতে হবে। দ্বিতীয় শর্ত হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে পাকিস্তান পাঠানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু দুই প্রস্তাবই নাকচ করে দিয়েছিল বিসিবি। তাই এই সফরটি নিয়ে দেখা দিয়েছিল ঘোর অনিশ্চয়তা। অবশেষে রাজি হয়ে যায় পাকিস্তান।
শিরোনাম
- সৌদি, কুয়েত ও জর্ডানে ভয়াবহ ধূলিঝড়
- ইসলামের দৃষ্টিতে শাম অঞ্চলের ভৌগোলিক গুরুত্ব
- আর্সেনাল ম্যাচের আগে পিএসজিকে স্বস্তি দিলেন দেম্বেলে
- তারকাদের নিয়ে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি শুরু
- শ্রমিকের ৮০০ কোটি টাকা স্বপনের পেটে
- খাদ্য নিরাপত্তায় বিনিয়োগে জোর বাণিজ্য উপদেষ্টার
- স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে অভিবাসীদের ভাতা দেবে ট্রাম্প প্রশাসন
- হজযাত্রীদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের বার্তা
- ঢাকার ৩৩টি খাল দখল-দূষণ মুক্ত রাখতে সেচ্ছাসেবক নিয়োগ
- সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ
- ‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া
- চসিক মেয়রে সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
- শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের
- প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি লাগবে
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের
- গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চাঁদপুরে জব্দ করা ৭ নৌকার নিলাম সম্পন্ন
- হাসনাতের গাড়িতে হামলা : গাজীপুরে ১০০ জনের নামে মামলা
- ট্রাম্পের নীতির কঠোর সমালোচনায় ফ্রান্স ও ইইউ
- সিরাজগঞ্জে জুলাই-আগষ্টে নিহত শহীদ পরিবারে চেক বিতরণ
এবার টাইগারদের \\\'মিশন পাকিস্তান\\\'
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর