আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল আজ দেশে ফিরবেন। ঢাকা নেমেই তিনি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন আইসিসির চেয়ারম্যান শ্রীনিবাসন। অথচ সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী সেদিন মাইকেল ক্লার্কের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল আইসিসি সভাপতির। এ নিয়ে শুধু বাংলাদেশ নয় সারা ক্রিকেট বিশ্বে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। ভারতীয় পত্রিকাগুলোও উল্লেখ করেছে আইন ভেঙেছেন শ্রীনিবাসন। এ জন্য মামলা হলে তার ফেঁসে যাওয়ার আশঙ্কা রয়েছে। মুস্তফা কামাল রবিবার মেলবোর্নে এ নিয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, কোয়ার্টার ফাইনালে বাজে আম্পায়ারিং নিয়েই কথা বলাতে তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কামাল বলেন, এ নিয়ে আমি বিচলিত নই। দেশের প্রতি অন্যায় করলে যত বড় দায়িত্ব হোক না কেন কেউ চুপ থাকতে পারে না।
মুস্তফা কামাল বলেন, হয়তো কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে বাংলাদেশ হারতো। কিন্তু একাধিকবার আম্পায়ারের পক্ষপাতিত্বের শিকার হবে কেন? এটাই আমি তুলে ধরেছি। আমি পুরস্কার দিতে পারেনি বলে ছোট হয়নি। ছোট হয়েছেন তিনি যিনি গঠনতন্ত্র ভেঙে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিয়েছেন। ক্রিকেটকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে। কারা এ সঙ্গে জড়িত দেশে ফিরে তাদের নাম উল্লেখ করব। তাই দেশের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন বিমানবন্দরে আজই ষড়যন্ত্রকারীদের নাম ফাঁস করবেন কিনা। তাছাড়া কোয়ার্টার ফাইনালে কার ইঙ্গিতে আম্পায়াররা এ পক্ষপাতিত্বের পথ বেছে নিয়েছিলেন তার নাম প্রকাশ করতে পারেন মুস্তফা কামাল।