বিশ্বকাপ দলে তো ছিলেনই না, আজহার আলি পাকিস্তানের হয়ে সব শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ২৭ মাস আগে, ২০১৩ সালের জানুয়ারিতে ভারতের বিরুদ্ধে। সেই আজহার আলিকেই ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি। তার সহকারী হিসেবে উইকেটরক্ষক সরফরাজ আহমেদকে দায়িত্ব দিয়েছেন পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান।
বিশ্বকাপ মিশন শেষে অবসর নিয়েছেন অধিনায়ক মিসবাহ্-উল হক। ওয়ানডেকে গুডবাই জানিয়েছেন তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদিও। নতুন অধিনায়ক নির্বাচন করতে গিয়ে বিপাকেই পড়েছিল পিসিবি। শনিবার এক জরুরি সভায় সম্ভাব্যপ্রার্থী হিসেবে আজহার ছাড়াও উইকেটরক্ষক সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ এবং ওয়াহাব রিয়াজকে নিয়ে আলোচনা হয়। সাবেক খেলোয়াড়, নির্বাচক কমিটি এবং বিদায়ী অধিনায়ক মিসবাহ ও কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে আলোচনা শেষে আজহারকে ওয়ানডে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানান শাহরিয়ার খান। তিনি বলেন, 'আমরা সবাই জানি গত দুই বছর যাবত আজহার ওয়ানডে দলে নেই। তবে সাম্প্রতিক পেন্টাগুলা কাপে সে তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন। আজহার একজন সৎ চরিত্রের মানুষ এবং উঁচুমানের ব্যক্তিত্ব।' সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া সরফরাজকে 'যোদ্ধা' হিসেবে অভিহিত করেন খান।