অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছেন রিকি পন্টিং। ক্রিকেটার হিসেবে তার ক্যারিয়ারটা কতই না বর্ণিল। এবার কোচ হিসেবে নতুন এক ক্যারিয়ার শুরু করলেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের কোচের নতুন দায়িত্ব পেয়েছেন পন্টিং। গতকাল প্রথমবারের মতো মুম্বাইয়ের ক্রিকেটারদের অনুশীলনও করিয়েছেন তিনি। পুরো দলকে একত্রে না পেলেও, পন্টিংয়ের প্রথম দিনের ট্রেনিংয়ে বেশ কয়েকজন ক্রিকেটার ছিলেন। মুম্বাইয়ের নতুন দুই পেসার বিনয় কুমার ও অভিমন্যু মিথুনকে নিয়ে বেশি কাজ করেছেন পন্টিং। সময় দিয়েছেন আদিত্য তারে ও পার্থিব প্যাটেলকেও।