ভারতীয় ক্রিকেটের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যখন অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, তখনই দেশে তার স্ত্রী একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। মেয়ের নাম রাখা হলো জিবা সেটা ধোনির স্ত্রী সাক্ষী টুইট করে মেয়ের নাম জানিয়ে দেন সবাইকে।
দেশে ফেরার পরই বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া একটি ছবি প্রকাশ করে যেখানে ধোনির কোলে দেখা যাচ্ছিল একটি শিশুকে। বলা হয়েছিল শিশুটি জিবা।
কিন্তু হঠাৎ-ই সাক্ষীর এক টুইট বার্তায় নড়েচড়ে বসেন অনেকেই। কারণ সাক্ষী জানিয়েছেন, ছবিতে যে বাচ্চাটি দেখা গেছে সেটি ধোনির সন্তান নয়। তাহলে? আসলে ওই শিশুটি ছিল ধোনির এক ভক্তের বাচ্চা!
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল, ২০১৫/ রশিদা