আইসিসির সভাপতির পদ থেকে আ হ ম মুস্তফা কামালের লিখিত পদত্যাগ পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বুধবার রাতে সংস্থার নিজস্ব ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১৫ ও ১৬ এপ্রিল দুবাইয়ে সংস্থার বৈঠকে মুস্তফা কামালের পদত্যাগের পর শূন্য হয়ে পড়া সভাপতি পদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
আইসিসির সিইও ডেভিড রিচার্ডসন বরাবর লেখা পদত্যাগ পত্রে মুস্তফা কামাল লিখেছেন, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকেই তিনি পদত্যাগ করছেন এবং আইসিসি সংশ্লিষ্ট সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে তিনি বলেছেন, কারো বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই।
এর আগে, বুধবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আইসিসির সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। এ ঘটনার পর ভারতসহ অন্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর অনলাইন ভার্সনে আইসিসি সভাপতির পদ থেকে তার এই পদত্যাগের খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৫/মাহবুব