পাকিস্তানের বিরুদ্ধে আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
বুধবার মিরপুরে দুই ম্যাচের জন্য ওয়ানডে দল ঘোষণা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। দলে একমাত্র নতুন মুখ রনি তালুকদার। আর দীর্ঘদিন পর দলে ফিরেছেন আবুল হাসান।
দুই ম্যাচের বাংলাদেশ দল: তামিম ইকবাল, রনি তালুকদার, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, আবুল হাসান রাজু, আরাফাত সানি, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৫/মাহবুব