ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এর ১৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে।
ফলে কলকাতা নাইট রাইডার্স ৭ উইকেটে জয় লাভ করে।
এর আগে বৗাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৯ রান।
কলকাতা স্কোয়াড: গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), মনিশ পান্ডে, সূর্যকুমার যাদব, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, পিযুশ চাওলা, সুনিল নারিন, উমেশ যাদব ও মরনি মর্কেল।
মুম্বাই ইন্ডিয়ানস স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), অ্যারোন ফিঞ্চ, আদিত্য তারে (উইকেটরক্ষক), আম্বাতি রায়ডু, কোরি এন্ডারসন, কাইরন পোলার্ড, হরবজান সিং, লাসিথ মালিঙ্গা, বিনয় কুমার, বুমরা, ওঝা।