বিশ্বকাপ ক্রিকেটে চোখ ধাঁধানো না হলেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডকে টপকে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টারে খেলতে টিম পারফরম্যান্সও ছিল অসাধারণ। দলের এমন পারফরম্যান্সের মধ্যেও ব্যর্থ ছিলেন ওপেনাররা। তিন তিনজন ওপেনার খেলেছেন ক্রিকেট মহাযজ্ঞে। কিন্তু মান রাখতে পারেননি। ওপেনাররা রান করতে ব্যর্থ হওয়ায় আসন্ন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নতুন করে দল সাজিয়েছেন ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। নির্বাচকরা দলে নিয়েছেন দুরন্ত ফর্মে থাকা রনি তালুকদারকে। রনিও প্রস্তুত নির্বাচকদের প্রতিদান দিতে। প্রস্তুত চ্যালেঞ্জ গ্রহণে। গত এক বছর ধরে দারুণ খেলছেন রনি। জাতীয় ক্রিকেটে দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টানা দুটি ডাবল সেঞ্চুরি করেন। তিন সেঞ্চুরিসহ ৭০.৬৪ গড়ে রান করেন ৭৭৭। এছাড়া দেশের সবচেয়ে জমজমাট ঢাকা প্রিমিয়ার লিগে দুটি সেঞ্চুরিসহ রান করেন ৭১৪। দুর্দান্ত খেলার প্রতিদান পান আসন্ন পাকিস্তান সিরিজে। কাল প্রথম দুই ওয়ানডের জন্য যে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন নির্বাচক প্যানেল, তাতে জায়গা নেন রনি। জায়গা পেয়ে আনন্দিত। কিন্তু এও জানেন টিকে থাকার কাজটি সহজ নয়। চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত রনি, 'জাতীয় দলে সুযোগ পেয়ে ভালো লাগছে। আমি জানি কাজটি অনেক চ্যালেঞ্জিং। তারপরও আমি জাতীয় দলে টিকে থাকতে চাই। এজন্য ভালো খেলতে হবে। ভালো খেলার কোনো বিকল্প নেই।' ভালো খেলে স্থায়ী হতে চান জাতীয় দলে, 'এমন কিছু করতে চাই, যেন সবাই আমাকে আজীবন মনে রাখে। আমার উপর নির্বাচকরা যে আস্থা রেখেছেন, সেটার প্রতিদান দিতে চাই।'