আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট আসর বসবে বাংলাদেশে। পরের আসরের শিরোপাও জিততে পারে, সেজন্য এক বছর আগেই বাংলাদেশ সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা। এখানকার আবহাওয়া ও উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই এসেছে গাঙ্গেয় ব-দ্বীপে। সফরে টাইগার যুবাদের বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সিরিজের প্রথম দুটি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে, তৃতীয় ও চতুর্থ ওয়ানডে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম এবং শেষ তিনটি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। কাল সিরিজের প্রথম ম্যাচে সফরকারী প্রোটিয়াস যুবাদের দাঁড়াতেই দেয়নি স্বাগতিকরা। উড়িয়ে দিয়েছে ৫ উইকেটে।
মিরপুরে প্রথমে ব্যাট করে ১৬০ রান করে সফরকারী যুবারা। নিয়ন্ত্রিত বোলিং করে সফরকারীদের বেঁধে রাখে স্বাগতিকরা। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন ৭ নম্বরে ব্যাট করতে নামা আব্দু গালিয়েন। এছাড়া টনি ডি জর্জি করেন ৩৫ রান। স্বাগতিকদের পক্ষে ২টি করে উইকেট নেন সঞ্জিত সাহা ও সালেহ আহমেদ। টার্গেট ১৬১। দুই ওপেনার সাইফ হাসান ও পিনাক ঘোষ ৫৬ রানের ভিত দেন। ওপেনারদের গড়া ভিতকে কাজে লাগিয়ে দলের জয় সহজ করে দেন অধিনায়ক নাজমুল হোসেন ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলে। পিনাকও ৩৯ রান করেন। তবে শেষ দিকে মোসাদ্দেক হোসেন দ্রুতলয়ে ২৭ রান করলে ৬ ওভার আগেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। স্বাগতিকরা সহজ জয় পেলেও ঘাম ঝড়াতে হয়েছে সিন আন্দ্রের বিপক্ষে। আন্দ্রে নিয়ন্ত্রিত বোলিং করে ৪ উইকেট নেন মাত্র ২৬ রানে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ : ১৬০/৮, ৫০ ওভার (রিকেলটন ১৭, টনি ৩৫, পিটার ১৫, গালিয়েম ৩৮*, সিন আন্দ্রে ১৪। সঞ্জিত সাহা ২/২৫, সালেহ ২/২২)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ১৬১/৫, ৪৪ ওভার ( সাইফ ১৮, পিনাক ৩৯, নাজমুল ৩৯, মোসাদ্দেক ২৭। সিন আন্দ্রে ৪/২৬)।
ফল : ৫ উইকেটে জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯