শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারকে ২০১৫ সালে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মনোনীত করেছে উইজডেন ক্রিকেটার্স অ্যালামনাক। ক্রিকেটের 'বাইবেল' খ্যাত এই উইজডেনের ১৫২তম সংস্করণে এবার বর্ষসেরা নারী ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হয়েছেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিংকে। এই সংস্করণে সম্পাদক লরেন্স বুথ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সমালোচনা করেছেন। কেভিন পিটারসেনের মতো তারকা ব্যাটসম্যানকে বোর্ডের বাজে সিদ্ধান্তের কারণে অবসর নেওয়ার বিষয়টি সামনে এনে তিনি ইসিবি-কে দোষারোপ করেছেন। উইজডেন ক্রিকেটার্স অ্যালামনাক প্রকাশিত হচ্ছে ১৮৬৪ সাল থেকে।
বিরেন্দর শেবাগের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কুমার সাঙ্গাকারা দ্বিতীয়বারের মতো উইজডেনের বর্ষসেরা নির্বাচিত হলেন। ২০১৪ সালে দুর্দান্ত খেলেছেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটসম্যান।