রিও অলিম্পিকের এখনো বাকি এক বছরেরও বেশি সময়। এখনো অবকাঠামোগত অনেক কাজই বাকি। তবে এরই মধ্যে টিকিট বিক্রি শুরু করেছে অলিম্পিক কর্তৃপক্ষ। টিকিট বিক্রি শুরু হয়েছে সপ্তাহখানেক। এর মধ্যেই ১২ লাখ টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাজিলের সব প্রদেশের ক্রীড়ানুরাগী টিকিট ক্রয় করছেন। সবচেয়ে বেশি সাড়া পাওয়া গেছে ভলিবল, ফুটবল এবং বাস্কেটবল ইভেন্টে। অলিম্পিক ফুটবল এবার ছয়টা শহরে অনুষ্ঠিত হবে। ব্রাসিলা, সাউ পাওলো, বেলো হরিজন্তে, এল সালভাদর, ম্যানাউস এবং রিও ডি জেনিরোর মাঠে অনুষ্ঠিত হবে অলিম্পিক ফুটবল। আগামী অলিম্পিকে স্বাগতিক হিসেবে ব্রাজিল এবং ল্যাটিন আমেরিকার যুব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা এরই মধ্যে ফুটবল টুর্নামেন্ট নিশ্চিত করেছে।