জুভেন্টাস স্টেডিয়ামে ফিওরেন্টিনার কাছে কোপা ইতালিয়ার সেমিফাইনালে প্রথম লেগ হারার (২-১) পর ওল্ড লেডিদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর খবর ছিল, দ্বিতীয় লেগে অ্যাওয়ে ম্যাচে থাকছেন না দলের প্রধান তারকা কার্লোস তেভেজ। তবে বুনোচ্চি, পেরেইরা আর মাতরি তেভেজের অভাব দূর করে দিলেন। তিনজনেই একটি করে গোল করেছেন জুভেন্টাসের ৩-০ ব্যবধানের জয়ে। ফিওরেন্টিনাকে এক রকম উড়িয়ে দিয়েই কোপা ইতালিয়ার ফাইনাল নিশ্চিত করল জুভেন্টাস। নেপোলি-লেজিও (প্রথম লেগে ১-১ ড্র) ম্যাচেই নির্ধারিত হবে জুভেন্টাসের ফাইনাল প্রতিপক্ষ। কোপা ইতালিয়া জয়ের জন্য কেবল একটা ম্যাচ ভালো খেললেই হবে জুভেন্টাসের!