স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জয়রথ অব্যাহত। বুধবার রাতে লুইস সুয়ারেজের জোড়া গোলে তারা আলমেরিয়াকে ৪-০ গোলে হারিয়েছে। সুয়ারেজ ছাড়াও গোলের দেখা পেয়েছেন বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি ও বাত্রা।
লিগে এটা তাদের টানা নবম জয়। আর সব ধরনের প্রতিযোগিতায় ২১ ম্যাচের মধ্যে ২০তম জয়। এই জয়ের ফলে শিরোপা জয়ের দৌঁড়ে এগিয়েই থাকল লুইস এনরিকের শিষ্যরা। এদিন ঘরের মাঠে খেলা হলেও গোল পেতে ৩৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বার্সার। এসময়ে গোলটি করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মার্ক বাত্রার বাড়িয়ে দেওয়া বলটি বাম পায়ের শটে জালে জড়ান আর্জেন্টাইন তারকা। প্রথমার্ধে ওই একটি গোল নিয়ে বিরতিতে যায় বার্সা।
বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবেক লিভারপুল তারকা লুইস সুয়ারেজ। ৭৫ মিনিটে মার্ক বাত্রার গোলে ব্যবধান ৩-০ হয়। ৯০ মিনিটে আলমেরিয়ার পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন লুইস সুয়ারেজ। পেদ্রোর সহায়তায় নিজের জোড়া গোল পূর্ণ করেন সুয়ারেজ।
বিডি-প্রতিদিন/০৯ মার্চ, ২০১৫/মাহবুব