স্প্যানিশ লিগ লা লিগায় বার্সালোনার ছাড়াও জয় পেয়েছে তাদের প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদও। ক্রিস্টিয়ানো রোনালদো ও হামেস রদ্রিগেজের গোলে ভায়োকানোকে তারা ২-০ গোলে হারায়। এই জয়ের ফলে বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান সেই চারেই থাকল। ৩০ ম্যাচ থেকে বার্সার সংগ্রহ ৭৪ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৭০ পয়েন্ট।
প্রধামার্ধে মাঠে দারুন পারফর্ম করে রিয়াল দর্শদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল ভায়োকানো। ম্যাচে তাদের প্রভাব ছিল লক্ষ্যণীয়। যা রিয়াল হারের শঙ্কায় ফেলে দেয়। এরই মধ্যে ২৩তম মিনিটে বল জালেও ঢুকিয়েছিলেন গ্যারেথ বেল; তবে অফসাইডের কারণে গোলটি দেওয়া হয়নি। ফলে প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ করে দু'দল।
বিরতির পর গেম প্ল্যান পরিবর্তন করে মাঠে নামে রিয়াল। তাতে অবশ্য কাজও দেয়। ম্যাচের ৬৮ মিনিটে কারভাহালের বাড়ানো বলে অসাধারণ হেডে বল জালে জড়ান পর্তুগাল তারকা রোনালদো। এটি ছিল রিয়াল মাদ্রিদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় তার ৩০০তম গোল।
এরপর ম্যাচের ৭৩ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর সহায়তায় বল জালে জড়ান বিশ্বকাপ সেরা খেলোয়াড় কলম্বিয়ায় হামেস রদ্রিগেজ। শেষ পর্যন্ত এই দুটি গোল আর শোধ দিতে পারেনি স্বাগতিক রায়ো ভায়োকানো।
বিডি-প্রতিদিন/০৯ মার্চ, ২০১৫/মাহবুব